ভারতের ‘রিপাবলিক বাংলা’র প্রচার বন্ধে রুল
Published: 22nd, June 2025 GMT
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট নিষিদ্ধ এবং ব্লক করতে কেন নিদের্শনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।
রিটে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কনটেন্ট নিষিদ্ধ এবং ব্লকের আবেদন জানিয়ে রিট করেছিলেন আইনজীবী মাহমুদুল হাসান।
তিনি জানান, রিপাবলিক বাংলা স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ, কনটেন্টগুলো ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই চ্যানেল ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। চ্যানেলটি বাংলাদেশের ভূখণ্ড থেকে চট্টগ্রাম বিভাগকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করার অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত। এ ছাড়া রিপাবলিক বাংলা বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাহমুদুল হাসান বলেন, এর আগে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সরকার ওই টিভি চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চ্যানেলটির কনটেন্ট ব্লকসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে এই রিট করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র প বল ক ব কনট ন ট
এছাড়াও পড়ুন:
গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
বরিশালের গৌরনদীতে বাসচাপায় আব্দুল কাদের (৩৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কাদের জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
তিনি বলেন, ‘‘ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/পলাশ/রাজীব