সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নারীর নাম মোসা.

নাসরিন নাহার (৩০)। তিনি ভোমরা সীমান্তের ইমাম হোসেনের স্ত্রী। 

আরো পড়ুন:

পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

সিলেট সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। সেখানে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। 

জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক নারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক স বর ণ

এছাড়াও পড়ুন:

গাংনীর কাথুলী সীমান্তে ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক পিলার ১৩২/৩–এসের সামনে তেইনপুর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাথুলী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ভারতের নদীয়া জেলার তেহট্ট ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর কোম্পানি কমান্ডার এসি আনুজ কুমার।

বিজিবি জানায়, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী, ১৬ জন পুরুষ ও ৩টি শিশু রয়েছে। ওই ব্যক্তিরা দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে।

কাথুলী বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, হস্তান্তর হওয়া সবাই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন। এ জন্য যাচাই–বাছাই করতে তাঁদের গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, আটক ২৪ জনকে থানায় রাখা হয়েছে। যাচাই–বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গাংনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের
  • গাংনীর কাথুলী সীমান্তে ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর