সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বাকাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক নারীর নাম মোসা.

নাসরিন নাহার (৩০)। তিনি ভোমরা সীমান্তের ইমাম হোসেনের স্ত্রী। 

আরো পড়ুন:

পঞ্চগড় সীমান্তে ১৮ জনকে ঠেলে দিল বিএসএফ

সিলেট সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের জিরো পয়েন্ট থেকে ৯ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় বিজিবি। সেখানে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৬ লাখ ৭৪ হাজার ৫৩৭ টাকা। 

জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। আটক নারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক স বর ণ

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে বিজিবির কাছে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের সবাই ফরিদপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও ছয় শিশু। প্রাপ্তবয়স্কের কেউ কেউ কাজের সন্ধানে ২০-২৫ বছর আগে ভারতে গিয়েছিলেন।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার সজল কুমার।

বিজিবির হাতে আটকের পর আবু সাইদ (৪৫) নামের একজন বলেন, ‘১১ বছর হলো হলো পরিবার নিয়ে ভারতে বসবাস করছিলাম। আমার সেখানে একটি ছেলে হয়। জন্মসূত্রে ছেলেটি ভারতীয় নাগরিক। এরপরও পুলিশ আমাদের ধরে বিএসএফের কাছে দিয়েছে। পরে তাঁরা বিজিবির কাছে ফেরত পাঠায়।’

আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, তাঁদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা বাংলাদেশ থেকে দীর্ঘদিন আগে ভারতে গিয়েছিলেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন।

সম্পর্কিত নিবন্ধ

  • করতোয়ায় গুলিবিদ্ধ লাশ, বিএসএফের গুলিতে মৃত্যু বলে ধারণা স্থানীয়দের
  • শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন
  • পঞ্চগড় সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
  • ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১৭
  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে আবার ১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • মেহেরপুরে বিজিবির কাছে ৯ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
  • ভোলাহাটে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ