বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
Published: 25th, June 2025 GMT
বগুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোনসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২৫ জুন) ভোরে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চালিতাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আসিফ ও শাওন নামের কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আরো পড়ুন:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪
নাটোরে ৬ ‘ডাকাত’ আটক
এ বিষয়ে লেফটেন্যান্ট ফাহাদ বলেন, “আটক দুজনসহ উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইল ফোনগুলো বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঢাকা/এনাম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ নত ই আটক
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার