কক্সবাজারের টেকনাফের হ্নীলায় খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত দুই শিশু হলো হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আবদুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।

আজ শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন হ্নীলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী।

স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে অভিভাবক ও বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টির পানিতে স্থানীয় একটি বিলে শিশুরা খেলছিল। একপর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। পরে শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা দুই শিশুর লাশ নিজেদের বাড়িতে নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি দাফন করার জন্য প্রশাসনের অনুমতির চেষ্টা করা হচ্ছে। হ্নীলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বর্ষা মৌসুমে এলাকায় এ রকম পানি জমে থাকে। তাই সব পরিবারকে সচেতন থাকতে হবে। যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপরও এ বিষয় নিয়ে ইউনিয়নে মাইকিং করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...

প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।

অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ