পিরোজপুরে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে কনেপক্ষের বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। 

আব্দুল হান্নান হাওলাদার সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

‎প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বউভাতের অনুষ্ঠান শেষে মেয়েপক্ষের স্বজনরা বাসে করে দূর্গাপুর চুঙ্গাপাশায় ফিরছিলেন। ব্রাহ্মণকাঠি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের বাসটির সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার ওপর উল্টে যায় ও ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেন।

‎হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন  বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আটজন ভর্তি আছেন। গুরুতর আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সদর থানার ওসি মো.

রবিউল ইসলাম বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ ন হত

এছাড়াও পড়ুন:

রক্ষণশীলতা ভেঙে সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল

সুফিয়া কামাল সুদীর্ঘ জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী আন্দোলন এবং স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুনভাবে ভাবতে ও কাজ করতে পারতেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বেলা ১১টায় সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী, আগত অতিথি ও বিভিন্ন পর্যায়ের সদস্যরা। এরপর রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সুফিয়া কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রীরা

সম্পর্কিত নিবন্ধ