চট্টগ্রামে ট্রাকের নিচে পড়ে প্রাণ গেল জামায়াত নেতার
Published: 28th, June 2025 GMT
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে নগরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম জি এম ইলিয়াস (৬০)। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জি এম ইলিয়াসের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামে। তবে তিনি সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জি এম ইলিয়াসের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার। তিনি প্রথম আলোকে জানান, নগরের বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন জি এম ইলিয়াস। তাঁর মেয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে। পেশায় তিনি ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ক্ষুদ্র ব্যবসায়ী।
শহিদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে নগরে ফিরছিলেন জি এম ইলিয়াস। নগরের আমানবাজার এলাকায় এলে একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ তাঁর সামনে পড়ে যায়। এটি অতিক্রম করতে গিয়ে পাশ দিয়ে আসা ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জি এম ইলিয়াসের মৃত্যু হয়েছে।
জি এম ইলিয়াস জামায়াতে ইসলামীর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন দলটির নগরের চকবাজার ওয়ার্ডের সভাপতি সাইফুদ্দিন খালেদ। আজ শনিবার ফটিকছড়ির গ্রামের বাড়িতে ইলিয়াসের লাশ দাফন করা হবে বলে জানান তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম