মাদারীপুরে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ
Published: 29th, June 2025 GMT
মাদারীপুরের কালকিনিতে জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন ফকির জানান, দুপুরে পর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাই। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/বেলাল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফের গহিন পাহাড় থেকে শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক দুই
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে নারী, শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী। এতে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ শিশুকে উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া এসব ব্যক্তিকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে পাহাড়ে নেওয়া হয়েছিল। তাঁদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা টেকনাফ উপজেলার বাসিন্দা। তবে বিকেল চারটা পর্যন্ত তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার চক্রের আটক দুই সদস্যর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মানব পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফ উপজেলায় পাচারের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর এখন পর্যন্ত ৭০ জন মানব পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে নারী, শিশুসহ ২৩৯ জনকে। শীত মৌসুমে এ ধরনের ঘটনা বাড়ে।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আজ আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁদের আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে।