মাদারীপুরের কালকিনিতে জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন ফকির জানান, দুপুরে পর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ পাই। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বেলাল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নিজ দলের কর্মীকে পুলিশে দিল বিএনপি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জীবন হোসেন নামে নিজ দলের এক কর্মীকে পুলিশে দিয়েছেন বিএনপি নেতারা।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে কালীগঞ্জ থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অভিযুক্ত জীবন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

আরো পড়ুন:

জায়ামাত-এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু

বিচ্ছিন্ন ঘটনা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে: আযম খান

বিএনপির নেতাকর্মীরা জানান, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন জীবন। সেই অডিও বিএনপির নেতাদের কাছে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করেন। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জীবনকে আজ কালীগঞ্জ থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন নেতারা।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, “জীবন হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রবিবার জীবনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

তিনি বলেন, “মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের আমরা নিজেরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব।”

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “জীবন নামে একটা ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ