১ম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। সোমবার ৩০ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর কনফারেন্স রুমে লায়ন কুতুব উদ্দিন আকসিরকে স্মরণ করে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তারা স্মৃতিচারণ অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরের স্মৃতিচারন করে  বলেন, লায়ন কুতুবউদ্দিন আকসিরের লায়নিজমের আদর্শ ও বর্নাঢ্য নেতৃত্ব অনুকরনীয়। লায়নিজমে তার অবদান স্মরনীয়। আমরা দীর্ঘদিন কুতুবউদ্দিন আকসিরকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।

এসময় স্মরণ সভায় বক্তব্য রাখেন, লায়ন আঞ্জুমান আরা আকসির, ৩১৫/এ২ এর জেলা ২য় ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন  নাসির উদ্দিন মন্টু, লায়ল এডঃ নবী হোসেন, লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল। এসময় বিশেষ দোয়া পরিচালান করেন, লায়ন সায়েদুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সাইদুল্লাহ হৃদয়, লায়ন আবদুস সালাম, লায়ন আলী আকবর, লায়ন বিএম হোসেন, লায়ন লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন এডঃ জাকির হোসেন, লায়ন রাকিবুল হাসান শিমুল, লায়ন এডঃ নুরুল হুদা, এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সহ বিভিন্ন লায়ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে মহাষ্টমীতে মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মহাষ্টমীর দিন সোনারগাঁ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসিম উদদীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা সোনারগাঁ উপজেলার বারদী ও পঞ্চমীঘাটের পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “জেলার ২২৪টি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। আমরা বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখছি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতের মতো এখনো আমরা সেই ঐতিহ্য রক্ষা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। বিশ্ববাসীর কাছে আমরা জানাতে চাই, আমাদের সমাজ ও সংস্কৃতির মূল শক্তি হলো সম্প্রীতি।”

জেলা পুলিশ সুপার জসিম উদদীন বলেন, “জেলার সাতটি থানায় উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্য বাহিনীগুলোও নিরাপত্তায় অংশ নিয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো ধরনের আশঙ্কার খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি যোগ করেন, “বিসর্জন পর্যন্ত নিরাপত্তার এ ব্যবস্থা চলমান থাকবে। আমরা বিশ্বাস করি, এর ফলে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন সফলভাবে সম্পন্ন হবে।”

এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদদীন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ,জেলা প্রশাসকের সহধর্মিণী মিসেস হেমা জেরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নায়মা ইসলাম,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার 'খ' আসিফ ইমাম, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির ব্যবস্থাপক নয়ন চন্দ্র গোলদার, সভাপতি অশোক কুমার রায়, সেক্রেটারি শংকর কুমার দে, পঞ্চমীঘাট সার্বজনীন পূজা উদযাপন মণ্ডপ ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি) এবং মণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হালিম, সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম,বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দুলু উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
  • অসুস্থ জামায়াত নেতা মাও. মঈনুদ্দিনের খোঁজখবর নিলেন বিএনপি নেতা টিপু 
  • শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন সাখাওয়াত-টিপু 
  • আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত
  • কুড়িগ্রামে বজ্রপাতে বাবা-মার মৃত্যু, এতিম হলো ৪ সন্তান 
  • সিদ্ধিরগঞ্জে র‌্যাবের উপর হামলা করে সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা
  • সোনারগাঁয়ে মহাষ্টমীতে মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
  • বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে পূজামণ্ডপ পরিদর্শনে সাখাওয়াত-টিপু
  • জাকির খানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে পানি বিতরণ
  • সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি শরীয়তপুরবাসীর