১ম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। সোমবার ৩০ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর কনফারেন্স রুমে লায়ন কুতুব উদ্দিন আকসিরকে স্মরণ করে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তারা স্মৃতিচারণ অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরের স্মৃতিচারন করে  বলেন, লায়ন কুতুবউদ্দিন আকসিরের লায়নিজমের আদর্শ ও বর্নাঢ্য নেতৃত্ব অনুকরনীয়। লায়নিজমে তার অবদান স্মরনীয়। আমরা দীর্ঘদিন কুতুবউদ্দিন আকসিরকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।

এসময় স্মরণ সভায় বক্তব্য রাখেন, লায়ন আঞ্জুমান আরা আকসির, ৩১৫/এ২ এর জেলা ২য় ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন  নাসির উদ্দিন মন্টু, লায়ল এডঃ নবী হোসেন, লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল। এসময় বিশেষ দোয়া পরিচালান করেন, লায়ন সায়েদুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সাইদুল্লাহ হৃদয়, লায়ন আবদুস সালাম, লায়ন আলী আকবর, লায়ন বিএম হোসেন, লায়ন লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন এডঃ জাকির হোসেন, লায়ন রাকিবুল হাসান শিমুল, লায়ন এডঃ নুরুল হুদা, এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সহ বিভিন্ন লায়ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) নারায়ণগঞ্জ মহানগর শাখার ১৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় আপ বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ ও প্রধান সংগঠন নাঈম আহমদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আজহার উদ্দিন শুভকে আহ্বায়ক, রাকিবুল হাসান রোকনকে সিনিয়র যুগ্ম- আহ্বায়ক ও নাহিদা সুলতানা উর্মিকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

একই কমিটিতে যুগ্ম-আহ্বায়কের পদে ৬ জন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ২, যুগ্ম-সদস্যসচিব ৬ এবং ১১৯ জনকে সদস্য রাখা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে শহরে মহানগর বিএনপির বিক্ষোভ
  • আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তাপে চালক জেগে ওঠায় রক্ষা
  • র‍্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ
  • ফতুল্লায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের নতুন সভাপতি 
  • না’গঞ্জের আলিয়ার স্কুল অব লিডারশিপ ইউকে চ্যাপ্টারের সভাপতি 
  • সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
  • সোনারগাঁ উপজেলা তাঁতীদলের কমিটি ঘোষণা
  • নারায়ণগঞ্জ মহানগর আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন