জ্বরে আক্রান্ত রিশাদ, একাদশে সুযোগ পেতে পারেন তানভীর
Published: 1st, July 2025 GMT
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগ মুহূর্তে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। লেগ স্পিনার রিশাদ হোসেন জ্বরে আক্রান্ত হয়ে ছিটকে যেতে পারেন ম্যাচের একাদশ থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দলের সাথে নেই তিনি। অবস্থান করছেন টিম হোটেলে।
জানা গেছে, গরম ও আদ্রতায় হঠাৎ করেই তার জ্বর এসেছে। আগের দিন দুপুরেও তিনি দলের সাথে অনুশীলনে ছিলেন। কিন্তু হোটেলে ফিরে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রিশাদ।
রিশাদের অবস্থা আগামীকাল ম্যাচের দিন সকাল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তবে সময়মতো পুরোপুরি সেরে না উঠলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে। এই পরিস্থিতিতে রিশাদের জায়গায় একাদশে জায়গা পেতে পারেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব