মন ছুঁয়ে গেল আমিরের ‘সিতারে জমিন পর’
Published: 7th, July 2025 GMT
টিকিট বুকিং আগেই ছিল। দিনের শেষ শো। এডমন্ডসন পার্কের ইডি স্কয়ারের ইভেন্ট সিনেমা হলে পরিবার নিয়ে পৌঁছালাম। সিনেমার নাম ‘সিতারে জমিন পর’—মন বলছিল, বিশেষ কিছু অপেক্ষা করছে। পাশে আমার মেয়ে, ছোট ভাইবোনেরা। মনে মনে ভাবছিলাম, এক হিন্দি ছবি কী-ই বা নতুন দেখাবে! কিন্তু ছবির শেষে আমরা সবাই আসনেই বসে রইলাম—নিঃশব্দ। আচ্ছন্ন আমরা সবাই। বুঝলাম ‘সিতারে জমিন পর’ কোনো সাধারণ সিনেমা নয়—এ যেন এক আত্মানুসন্ধানের গল্প। ‘তারে জমিন পর’ ছবির আবেগঘন ভিত্তির ওপর দাঁড়ানো এই ছবির সিকুয়েলও ঠিক ততটাই আবেগময়, তবে ভিন্ন বাস্তবতায়। বিশেষভাবে চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ছবির গল্প ভাবায়, কাঁদায় আর বিবেকেও প্রশ্ন তোলে—‘স্বাভাবিক’ বা ‘নরমাল’ বলতে আমরা কী বুঝি?
জীবনের গল্প
ছবির কেন্দ্রে আমির খানের চরিত্র গুলশান অরোরা। একজন বাস্কেটবল কোচ, যিনি জেদি, রাগী, কিন্তু ভেতরে লুকিয়ে আছে তাঁর গভীর মানসিক ক্ষত, অতীতের দগদগে স্মৃতি আর সমাজের চাপিয়ে দেওয়া ‘স্ট্রং পুরুষ’ হয়ে ওঠার অমানবিক চাপ। এই কোচ গড়ে তোলেন একদল বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড় নিয়ে তৈরি দল। যেখানে প্রত্যেক খেলোয়াড়ের জীবন নিজের ভেতরেই এক একটি যুদ্ধক্ষেত্র। তাঁরা শুধু খেলেন না—জীবনের ব্যাখ্যাও নতুন করে শেখান। ছবির এক অসাধারণ মুহূর্তে, একটি ছোট্ট মেয়ে কোচকে শেখায় ‘সরি’ বলা কত সহজ, তখন বুকের কোথাও কাঁপুনি অনুভব করি। মনে হয়, এ কেবল সিনেমা নয়—আমাদের মধ্যেই ঘটে যাওয়া গল্প।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অবশেষে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল আবাহনী
ড্র দিয়ে মৌসুম শুরু, তারপর টানা দুই হার। বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের চতুর্থ ম্যাচে এসে মৌসুমের প্রথম জয় পেল আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল।
ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আবাহনীর সুলেমান দিয়াবাতে। ক্লাবের জার্সিতে এই মৌসুমে লিগে এটা দিয়াবাতের দ্বিতীয় গোল। মালির এই ফরোয়ার্ড লিগে এর আগে গোল করেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় পুলিশ এফসি, বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। কিন্তু গোল করতে পারেনি। উল্টো ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবাহনীর এনামুল ইসলাম।
পেনাল্টি থেকে গোল করেন সুলেমান দিয়াবাতে