সরাইলে ৯ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা
Published: 7th, July 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নয় বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি শনিবার বিকেল চারটার দিকে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং গ্রামে মাইকিং করা হয়। পরে রোববার সকালে মক্তবে পড়তে আসা কয়েকটি শিশু মসজিদের দ্বিতীয় তলায় ওই শিশুটির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে লোকজনকে জানায়। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিশুটির মা আহাজারি করে বলেন, ‘যারা আমার আদরের ধনরে মারছে আমি তাদের ফাঁসি চাই।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, শিশুটিকে নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরাইল সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে। শিশুটি ধর্ষণের শিকার কিনা বিষয়টি ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ল শ উদ ধ র
এছাড়াও পড়ুন:
মাহি বলেছিলেন ‘ডিভোর্স’, হঠাৎ স্বামীর সঙ্গে ছবি পোস্ট নিয়ে রহস্য
দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। দুজন দুজনের মতো করেই ব্যস্ত ছিলেন। এদিকে কয়েক মাস ধরে মাহি রয়েছেন যুক্তরাষ্ট্রে, আর স্বামী রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না।
হঠাৎ করে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে মাহি সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাশ আল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই স্থিরচিত্র পোস্ট করেন রাকিব সরকারও। মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনীতিবিদ রাকিব সরকারের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তাঁরা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তাঁরা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছে। এদিকে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী–সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।
রাকিব সরকার ও মাহিয়া মাহি