সেতু থেকে পড়ে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ইছামতী নদী থেকে যুবকের লাশ উদ্ধার
Published: 11th, July 2025 GMT
ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি সেতু থেকে পড়ে ইছামতী নদীতে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকাল ৯টার দিকে যন্ত্রাইল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম তানজিদ হোসেন (২৬)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইছামতী নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজের রেলিংয়ে একা বসে ছিলেন তানজিদ। একপর্যায়ে সেখান থেকে নদীতে লাফিয়ে পড়েন তিনি। পথচারীদের কয়েকজন দৌড়ে গিয়ে তানজিদকে ডুবতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানায়। পরে পুলিশকে খবর পাঠালে সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেও রাত ৯টা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। পরে আজ সকাল সাতটা থেকে ইছামতী নদীতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি ডল। একপর্যায়ে যন্ত্রাইল এলাকা থেকে তাঁর মরদেহ খুঁজে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা।
তানজিদের বাবা চান মিয়া বলেন, ‘আমার ছেলেটা কেমনে পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল? কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তাঁর একটি হাত পঙ্গু হয়ে যায়। আমার ধারণা, সে লাফ দেয়নি। হাতে ভর রাখতে না পেরে নিচে পড়ে গেছে।’
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় তানজিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রমিকদের মাঝে না’গঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে ফতুল্ল বিসিক শাখার উদ্যােগে শতাধিক শীতার্ত শ্রমজীবীদের মাঝে শুক্রবার বাদ আসর শীত বস্র বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আধুনিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ কর্মস্থল ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বৃত্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সভায় শ্রমিক নেতারা মাওলানা আবদুল জব্বারের প্রতি আস্থা রেখে তাঁর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্না, থানা সভাপতি খোরশেদ আলম রবিন প্রমুখ।