একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
Published: 13th, July 2025 GMT
দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, তানজিম হাসানের সঙ্গে আজ নেই মোহাম্মদ নাঈম শেখ। তাদের পরিবর্তে এলেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।
এদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া লঙ্কানদের একাদশে কোন পরিবর্তন আসেনি। একই একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।
শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকসানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।
সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টির মত দ্বিতীয় ম্যাচেও টস হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
ডাম্বুলায় জিততে হলে অলআউট ক্রিকেট খেলতে হবে টাইগারদের। কারণ পাল্লেকেলের মতো রাংগিরিতেও স্পোর্টিং উইকেট করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে পারে। সেটাও নির্ভর করছে বাংলাদেশ দলের লড়াইয়ের ওপের।
ডাম্বুলার গ্যালারি নিচু হওয়ায় দুই দিক থেকে হুহু করে বাতাস প্রবাহিত হয়। বিশেষ করে উত্তর-পশ্চিম দিকের বিশাল লেক ইবানকাটুয়া থেকে প্রবাহিত হাওয়ার প্রভাব স্টেডিয়ামের ২২ ও থাকবে। এই ভেন্যুতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। ছোটখাটো এই জিনিসগুলোও মানিয়ে নিতে হবে লিটনদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরো পড়ুন:
মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অলোক/রাজীব