Prothomalo:
2025-08-11@04:02:52 GMT
জীবন্মৃত মানুষের দায় বিগত থেকে বর্তমান কোনো রাজনীতিবিদ এড়াতে পারবেন না: মম
Published: 23rd, July 2025 GMT
ছাত্র-জনতার আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। নন্দিত এই অভিনয়শিল্পী বিভিন্ন সময় অনিয়মেও বেশ সোচ্চার কণ্ঠ। এবার তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন।
মম তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মানের বিষয় নিয়ে কথা বলেন। মম তাঁর উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন, ‘যেদিন থেকে এ দেশে শিক্ষকের সম্মানের চাইতে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছিল আজকের দিনের পরিণতি।’
জাকিয়া বারী মম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিচ্ছেদ, বয়স, উচ্চতাসহ ৭টি প্রশ্নের মুখোমুখি বেশি হতে হয়
ছবি: কোলাজ