ছাত্র-জনতার আন্দোলনে বেশ সোচ্চার ছিলেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম। নন্দিত এই অভিনয়শিল্পী বিভিন্ন সময় অনিয়মেও বেশ সোচ্চার কণ্ঠ। এবার তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মান না দেওয়া নিয়ে ক্ষোভ ঝাড়লেন।

মম তাঁর ফেসবুক পোস্টে শিক্ষকের সম্মানের বিষয় নিয়ে কথা বলেন। মম তাঁর উপলব্ধির কথা জানিয়ে লিখেছেন, ‘যেদিন থেকে এ দেশে শিক্ষকের সম্মানের চাইতে লোভী রাজনীতিবিদের সম্মান বেড়েছে, সেদিন থেকেই শুরু হয়েছিল আজকের দিনের পরিণতি।’

জাকিয়া বারী মম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাসিক ও ডিটিসিএ’র সাথে এনজিবির মতবিনিময়

এম আর টি-২তে নারায়ণগঞ্জকে যুক্ত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ডিটিসিএ’র কর্মকর্তাদের সাথে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) এর সদস্য দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (দুপুরে) বিকালে নগরভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ড. আবু নছর মুহাম্মদ আব্দুল্লাহ,  নির্বাহী পরিচালক নীলিমা আখতার, অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিএন্ডপি) মোঃ মাহবুবুর রহমান, নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম সহ নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি) থেকে উপস্থিত ছিলেন মোঃ মেহরাব হোসেন প্রভাত, আলিফ দেওয়ান, তৌওহিদ রহমান,  আলিফ মাহমুদ, সিয়াম আহমেদ, ফাহিম মুন্তাসির শুভ, সাগর ইসলাম। 

এনজিবির প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই মেট্রোরেল। বিভিন্ন সমস্যাকে উপেক্ষা করে স্বপ্নের মেট্রোরেল বাস্তবায়নে দীর্ঘদিন যাবত আমরা নানান রকম তথ্য সংগ্রহ করে কাজ করছি এবং আমরাই প্রথম আওয়াজ তুলি নারায়ণগঞ্জে মেট্রো নিয়ে ।

এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে ইতিমধ্যেই ৬ টি মন্ত্রণালয়ে স্মারক, ২৫০০ মানুষের গণসাক্ষরের মতো পদক্ষেপ আমরা নিয়ে পূর্ণ করেছি।

সবকিছুর জন্যই যেহেতু সময়ের প্রয়োজন তাই আমরা কিছু দিন অপেক্ষা করে আজ (সোমবার) প্রশাসক মহোদয়ের সাথে মেট্রোরেলের বিষয়ে বসেছি। আমরা ডিটিসিএ কর্মকর্তাগণদের কাছে আবেদন করি এমআরটি-২ রুট পূর্ণবিবেচনা ও সংশোধন করে নারায়ণগঞ্জ সদর চাষাড়া পর্যন্ত সম্প্রসারণ করার জন্য। এরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানান এনজিবির ছাত্র প্রতিনিধিরা।
 

সম্পর্কিত নিবন্ধ