গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা লড়াই বন্ধ রাখার ঘোষণা ইসরায়েলের
Published: 27th, July 2025 GMT
গাজা উপত্যকার কিছু জায়গায় চলমান যুদ্ধে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েল। আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়েছে। তারা বলেছে, এতে গাজায় ক্ষুধার সমস্যা মেটাতে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সড়কপথে নিরাপদে খাবার ও সহায়তা পাঠাতে পারবে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে, যেন গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করানো যায়।
জাতিসংঘ বা গাজায় কাজ করা ত্রাণ সংস্থাগুলোর পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কিছুসংখ্যক মানবিক সহায়তাকর্মী ব্যক্তিগতভাবে সংশয় প্রকাশ করেছেন। মাঠে ইসরায়েলি ঘোষণার বাস্তবায়ন কীভাবে হচ্ছে, তা দেখার অপেক্ষায় আছেন তাঁরা।
সাময়িক লড়াই বন্ধ রাখার এ ঘোষণা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর হবে। যেমন আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা নগরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা কার্যকর থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এসব এলাকায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ আছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে, তারা গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে খাবার ফেলতে শুরু করেছে। ফিলিস্তিনি বেসামরিক মানুষদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে তারা।
সাময়িক লড়াই বন্ধ রাখার এ ঘোষণা নির্দিষ্ট কিছু এলাকায় কার্যকর হবে। যেমন আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা নগরী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা কার্যকর থাকবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এসব এলাকায় বর্তমানে তাদের কার্যক্রম বন্ধ আছে।ইসরায়েল বলেছে, তারা গাজার মধ্যে কিছু নিরাপদ রাস্তা খুলে দিয়েছে, যাতে জাতিসংঘ আর ত্রাণ সংস্থাগুলো খাবার আর ওষুধ নিয়ে নিরাপদে যেতে পারে এবং সেগুলো মানুষদের মাঝে বিতরণ করতে পারে।
গত ২ মার্চ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর গাজায় পুরোপুরি অবরোধ চাপিয়ে দেয় ইসরায়েল। গাজার ভয়াবহ রকমের খাদ্যসংকট নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সতর্ক করার পর মে মাসের শেষ দিকে ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়।
ইসরায়েল আকাশপথে সাতটি খাবারের চালান পাঠানোর ঘোষণা দেওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বলেছে তারা আবার ত্রাণ সরবরাহ শুরু করবে। আর যুক্তরাজ্য বলেছে, সহায়তার বিষয়ে তারা জর্ডানসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে মিলে কাজ করবে।
ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, শুধু গত শনিবারেই ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেউ কেউ ত্রাণের জন্য বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে অপেক্ষা করার সময় হামলার শিকার হয়েছেন।
ইসরায়েল বলেছে, তারা গাজার মধ্যে কিছু নিরাপদ রাস্তা খুলে দিয়েছে, যাতে জাতিসংঘ আর ত্রাণ সংস্থাগুলো খাবার আর ওষুধ নিয়ে নিরাপদে যেতে পারে এবং সেগুলো মানুষদের মাঝে বিতরণ করতে পারে।একই দিনে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অধিকারকর্মীদের নিয়ে গাজা অভিমুখে থাকা একটি জাহাজের নিয়ন্ত্রণ নেন ইসরায়েলি সেনারা। নৌ অবরোধকে চ্যালেঞ্জ করে ওই জাহাজ গাজার দিকে যাচ্ছিল।
সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। চলতি সপ্তাহে ১০০টির বেশি বেসরকারি সহায়তা সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। সরকারিভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এএফপি হিসাব করে দেখেছে, হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়েছেন। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৩৩ জন নিহত হয়েছেন।
আরও পড়ুনগাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল, এর মধ্যেই হামলায় নিহত ৫০৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র যকর ইসর য় ল এল ক য় হয় ছ ন ন র পদ ইসর য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন