স্থানীয় সরকার বিভাগের ২ প্রস্তাব অনুমোদন, ব্যয় ২২২ কোটি টাকা
Published: 29th, July 2025 GMT
স্থানীয় সরকার বিভাগের দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এর একটি প্রকল্পের ব্যয় বৃদ্ধির সংক্রান্ত এবং অপরটি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত। দুই প্রস্তাবে ব্যয় হবে মোট ২২২ কোটি ৩৪ লাখ ১২ হাজার ৩৬৯ টাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ‘রিহেবিলিশন অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ফর এন আর ডব্লিউ রিডাকশন (মডস জোন-১)’ প্রকল্পের নির্মাণ কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পূর্বানুমোদনক্রমে এই প্রকল্পের নির্মাণ কাজ সিসিএসইবি ও আরপিএল যৌথভাবে ৩৭৫ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৭৩২ টাকায় পেয়েছিল। তবে চুক্তি অনুযায়ী পূর্ত কাজ চলাকালে স্কোপ অব ওয়ার্ক বৃদ্ধি, দ্রুত নগরায়নের কারণে অতিরিক্ত পাইপলাইন স্থাপন (১৩৪.
ভেরিয়েশন প্রস্তাবটি মূল চুক্তিমূল্যের ৩৯.১৪ শতাংশ বেশি বলে জানানো হয়।
একই সভায় ‘এক্সপানডেট ঢাকা ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (পিএমসি) নিয়োগের প্রস্তাবও অনুমোদিত হয়।
এই প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেয়। এগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত যৌথ দরদাতা প্রতিষ্ঠান (১) আইডব্লিউএম, (২) দেব কন, এবং (৩) জিকেডব্লিউ, ঢাকা–কে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৪১ লাখ ৩৬ হাজার ১৪৭ টাকা।
ঢাকা/হাসনাত/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব প রকল প অন ম দ সরক র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট