রাকসুর পর ডাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৯ সেপ্টেম্বর
Published: 29th, July 2025 GMT
দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছ। তফসিলে ২০২৫ সালের এ নির্বাচনে আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এর আগে, সোমবার (২৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট ভবনের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড.
আরো পড়ুন:
মাদ্রাসা মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রি চান শিক্ষার্থীরা, একমত না শিক্ষকরা
ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ৩০ জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকাল ৪টায়।
আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৯ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন বাছাই করা হবে ২০ আগস্ট।
প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১টায়। ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।
আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উভয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাত ৯টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসু নির্বাচনের ফলাফল সমন্বিতভাবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভা কক্ষে ঘোষণা করা হবে।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগস ট ব ক ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫