জসীম পুত্রের মৃত্যু: ভাই রাহুলের আবেগঘন পোস্ট
Published: 29th, July 2025 GMT
চিত্রনায়ক জসীমের তিন পুত্র—এ কে সামী, এ কে রাতুল ও এ কে রাহুল। বাবার পথ ধরে রূপালি পর্দায় পা না বাড়িয়ে তিন ভাই বেছে নেন সুর ও সংগীতের জগৎ। ছোটবেলাতেই বাবাকে হারানো এই তিন ভাই একে অপরের কাঁধে ভর করেই বড় হয়েছেন।
তবে সেই হৃদয়ের বন্ধনে হঠাৎ ছন্দপতন—রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেলেন রাতুল।
ভাইয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছেন রাহুল। আবেগময় এক ফেসবুক পোস্টে তিনি শোক, অভিমান আর ভালোবাসার মিশেলে তুলে ধরেছেন রাতুলকে হারানোর কষ্ট।
আরো পড়ুন:
‘এআই এডিটেড ভিডিও সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে’
সারা আলীর নতুন প্রেমিককে কতটা জানেন?
রাহুল লিখেছেন, “স্ক্রল করি আর আপনাদের ভালোবাসা দেখি, খালি আমার ভাইটার জন্য। ভেঙে পড়ছি অনেক। আমার ভাইকে নিয়ে অনেক কিছু প্রতিদিন বলব, কেউ কিছু মনে নিয়েন না। ধন্যবাদ আপনাদের। বাঁচিয়ে রাখি আমরা সবাই।”
পোস্টে ধরা দেয় দুই ভাইয়ের বন্ধুত্ব, শৈশবের স্মৃতি, নির্ভরতার গল্প। রাহুল লেখেন, “পৃথিবীতে একটা এ কে রাতুল ছিল, আর আসবেও না এরকম মানুষ কোনোদিন। ভাই রে, আমি প্রতিজ্ঞা করছি—আমি যা করি সেটা করে যাব। তুমি আমার গিটার টোন প্রতি শোয়ের পর গুঁতাইতে চাইতা, এখন কেউ নাই গুঁতানোর। কিন্তু তাও করে যাব তোমার জন্য। উপর থেকে দেখে হাসিটা দিও।”
শুধু সংগীত নয়, ভাইদের সম্পর্কের ভেতরে ছিল সাধারণ শৈশবের আনন্দও। তা স্মরণ করে রাহুল লেখেন, “রেসলিং নিয়ে কী হচ্ছে আপডেট দিবনে, কেমনে দিব জানি না। তোমার জন সিনা বেশি দিন তো রেসলিং করবে না, দেখি কী হয়। বলছিলা জিটিএ-৬ আসলেই প্রি-অর্ডার করতে চাও, মন খারাপ হইছিল যখন পিছিয়ে গেছে। তোমার কনসোলেই ওইটা শেষ করব আমি।”
“আব্বুর সাথে সব স্টোরি শেয়ার কইরো, তিন ভাই মিলে কী আকামগুলা করছি। হালকা ফিল্টার কইরো।” লেখেন রাহুল।
রাতুল ও বড় ভাই সামী মিলে গড়ে তুলেছিলেন ব্যান্ড ‘ওন্ড’। ব্যান্ডটির ড্রামার ছিলেন সামী, আর রাতুল ছিলেন ভোকাল ও বেজ গিটারিস্ট। পাশাপাশি তিনি কাজ করতেন একজন শব্দ প্রকৌশলী হিসেবে। ছোট ভাই রাহুল পেশাগতভাবে যুক্ত আছেন ফ্রিল্যান্স সংগীতজগতের সঙ্গে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন