ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। ব্যক্তিগত জীবনে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে। যদিও দুটো সংসারই ভেঙে গেছে। এর আগে গণমাধ্যমকে শাকিব জানিয়েছিলেন—অপু-বুবলী দুজনেই তার অতীত। দুজনের কারো সঙ্গে তার সম্পর্ক নেই।  

অপু-বুবলীর সঙ্গে সম্পর্ক না থাকার কথা শাকিব দাবি করলেও মাঝে মধ্যে তাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে শবনম বুবলী ও পুত্র বীরকে নিয়ে ছুট কাটাচ্ছেন শাকিব খান। যার কিছু ছবি বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন। তারপর থেকে শাকিব-বুবলী চর্চায় পরিণত হয়েছে।  

বিষয়টি নিয়ে নানা ধরনের চর্চা চরছেন নেটিজেনরা। এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত-সমালোচিত অভিনেতা-সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।  

আরো পড়ুন:

শাকিবের সিনেমা নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন প্রযোজক

‘শাকিব খান ফিডার খায় না, বুবলী তাকে তাবিজ করে নাই’

জয় তার স্ট্যাটাসে বলেন, “শাকিব খানের দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারে না, সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবি না। আবার আমি যত মেধাবি তত বড় স্টার না।” 

জয়ের এই পোস্ট ঘিরে সমালোচনার আসর বসেছে কমেন্ট বক্সে। কেউ কেউ জয়ের ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অনেকেই শাকিব খানকে আক্রমণ করে মন্তব্য করেছেন। সাব্বির নামে একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “ডিভোর্স হওয়ার পরেও স্ত্রী থাকে কীভাবে ভাই! বিষয়টা আমার গোবুরে মাথায় ঢুকে না, আপনি যদি একটু খুলে দিতেন।” কার্জন নামে একজন লেখেন, “অপু বিশ্বাসকে বলেন তাড়াতাড়ি স্ট্যাটাস দিতে। জাতি অপু বিশ্বাসের স্ট্যাটাস দেখে ঘুমাতে যাবে।”

সমালোচনা কেবল শাকিব-অপু-বুবলীকে কেন্দ্র করেই হচ্ছে না। অনেক শাহরিয়ার নাজিমকেও আক্রমণ করে মন্তব্য করছেন। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অপ ব শ ব স

এছাড়াও পড়ুন:

আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!” 

মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।” 

এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।” 

পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা। 

লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • এক অধ্যাপকের কাছেই অসহায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ
  • ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ
  • চিমামান্দা এনগোজি আদিচির নারীবাদ
  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা