ঐতিহাসিক জুলাইয়ের কারণে আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী: ঢাবি উপাচার্য
Published: 4th, August 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, “ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের কারণে আজ আমরা একটি ঐতিহ্যের উত্তরাধিকারী। এতে আমাদের দায় অনেক বেড়েছে। এখন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে আমাদের এগিয়ে যেতে হবে।”
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইন অনুষদ আয়োজিত পৃথক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.
আরো পড়ুন:
বিসিএসে সার্কুলারে নেই আরবি বিভাগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের নিয়ে রচনা লিখে পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী
বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জুলাই গণ-অভ্যুত্থান: অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম সেমিনারে স্বাগত বক্তব্য দেন।। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
আইন অনুষদের উদ্যোগে ‘মানবাধিকার ও জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এতে স্বাগত বক্তব্য দেন। আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. খুরশীদ আলম এবং অধ্যাপক ড, শাহনাজ হুদা আলোচনায় অংশ নেন। সেমিনারের শুরুতে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনীত ‘বিপ্লবটা ভেতরের’ শীর্ষক নাটিকা মঞ্চস্থ হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের বেশ কিছু সেমিনার, সম্মেলন, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জুলাই যোদ্ধাদের ঋণ স্বীকার এবং একাডেমিক প্রেক্ষাপট থেকে জুলাইকে বিশ্লেষণ করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ জাতীয় আয়োজনগুলো শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর একটি প্রায়োগিক রূপ আমরা দিতে চাই।”
তিনি বলেন, “সেমিনার থেকে উঠে আসা দিকনির্দেশনা, মতামত ও আলোচ্যবিষয়গুলো আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। এ ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্য বিনষ্ট হওয়ার পরিণতি আমাদের সবারই জানা। তাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে ঐক্যই শক্তি।”
এছাড়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘৩৬ জুলাই: বিপ্লবেই মুক্তি’, জাপানিজ স্টাডিজ বিভাগে ‘ফিরে দেখা জুলাই: গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সামাজিক ন্যায়বিচারের ধারণা’ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘স্মৃতিতে অম্লান জুলাই ২০২৪’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য আম দ র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
বাবা-মেয়ের কাছ থেকে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
মৌলভীবাজারের বড়লেখায় বাবা ও মেয়ের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়ার সেলিম আহমদ ওরফে অনিক (৩৭) ও সিলেটের শাহপরাণ এলাকার সাকিব আহমদ (২৫)।
আরো পড়ুন:
জুলাই হত্যাকাণ্ডের মামলায় চট্টগ্রামে প্রথম অভিযোগপত্র দাখিল
হত্যাচেষ্টা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
পুলিশ জানায়, বড়লেখার শিমুলিয়া এলাকার আব্দুল আহাদ গত ৩০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে পূবালী ব্যাংকের বড়লেখা শাখা থেকে দুই লাখ টাকা উত্তোলন করেন। তার মেয়ে সুহাদা আক্তারের ব্যাগে নগদ ১৬ হাজার টাকা ছিল। টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় চারজন সন্ত্রাসী দুইটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
তারা ধারালো অস্ত্র দেখিয়ে আব্দুল আহাদের মেয়ের ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন এবং জাতীয় পরিচয়পত্র ছিল। এ ঘটনায় বড়লেখা থানায় বাদী আব্দুল আহাদ অভিযোগ দেন। এরপর মামলা রুজু হয় (মামলা নম্বর-১৭, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি)।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত করা হয়। ১ আগস্ট রাতে সিলেট শহরের শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯৯ হাজার ৫০০ টাকা, ভিকটিমের মোবাইল, ধারালো একটি দা, একটি মোটরসাইকেল ও কালো হেলমেট, টি-শার্ট ও গেঞ্জি জব্দ করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার বাদীও তাদের শনাক্ত করেছেন। তারা জবানবন্দিতে পলাতক আরো কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে। তাদের ধরতে অভিযান চলছে।”
ঢাকা/আজিজ/মাসুদ