ফেনীতে কবরে দোয়া করা নিয়ে জামায়াত–বিএনপির হট্টগোল
Published: 5th, August 2025 GMT
ফেনীর পাঁচগাছিয়ায় শহীদ ওয়াকিল উদ্দিন শিহাবের কবরে দোয়া-মোনাজাতকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে ফেনীর জেলা প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ ও প্রশাসনের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শিহাবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসেন জেলা প্রশাসক মো.
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, দোয়া পরিচালনার জন্য স্থানীয় মসজিদের ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ করে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান উপস্থিত হলে ইউনিয়ন জামায়াতের আমির জাহাঙ্গীর আলম তাকে দোয়া করার জন্য আহ্বান জানান। এতে আপত্তি তোলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী মেম্বার।
নুরনবী মেম্বার বলেন, “শহীদ শিহাব আমার আত্মীয়। আমি ওই এলাকার পাঁচবারের নির্বাচিত মেম্বার। প্রশাসনের পক্ষ থেকে আমাকে দোয়া পরিচালনার ব্যবস্থা করতে বলা হয়েছিল। আমি স্থানীয় মসজিদের ইমামকে বলে রেখেছিলাম। পূর্বনির্ধারিত ইমামকে বাদ দিয়ে হঠাৎ ইউনিয়ন জামায়াত আমির জেলা জামায়াতের আমিরকে দিয়ে দোয়া করানোয় আমি আপত্তি জানাই। এতে বাকবিতণ্ডা শুরু হয়। পরে প্রশাসনের অনুরোধে আমরা সরে আসি।”
তিনি আরও বলেন, “জামায়াতের আমির আমার জেল পার্টনার। আমি তাকে সম্মান করি। কিন্তু ইউনিয়ন জামায়াতের আমি জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দোসর। সে উদ্দেশ্যমূলকভাবে জামায়াতের আমিরকে দিয়ে দোয়া পরিচালনা করিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন।”
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, “ওখানে কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি। দোয়া-মোনাজাত আমি করেছি। বিএনপির এক নেতা একটু (সিনক্রিয়েট) বাড়াবাড়ি করছিলেন, আমি থামিয়ে দিয়েছি। মূলত ইউনিয়ন আমির বলেছিলেন, জেলা আমির দোয়া করবেন। এটাকে তিনি দলীয়করণের বিষয় মনে করেছিলেন। পরে আমি বুঝিয়ে বলেছি এবং দোয়াও করেছি। স্থানীয় ইমাম সাহেব আমাকে দোয়ার জন্য বলেছেন।”
জামায়াতের আমির আরও বলেন, “ফেনীতে বিএনপি-জামায়াতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আমরাও ভালো আছি, তারও ভালো আছেন।”
ঢাকা/সাহাব উদ্দিন/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ম য় ত র আম র ব এনপ
এছাড়াও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মৃতিস্তম্ভে জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ
৩৬ জুলাই (৫আগস্ট) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
বুধবার ( ৫ আগস্ট) সকালে শহরের হাজীগঞ্জে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা মহিলাদলের সভানেত্রী রহিমা শরীফ মায়াসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।