খাগড়াছড়িতে স্থানীয় ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া
Published: 5th, August 2025 GMT
খাগড়াছড়িতে দুই প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠনের মিছিল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলি বিদ্ধ হয়ে এক নারী আহত হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত)।
ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) খাগড়াছড়ির চেঙ্গী স্কয়্যারে একই সময়ে মিছিল বের করলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) পৃথক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের চেঙ্গী স্কয়্যারে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ইউপিডিএফ-প্রসিত গ্রুপের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সংগঠক অংগ্য মারমা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়্যারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌঁছালে প্রতিপক্ষের গুলিতে অনাদী চাকমা (৬০) নামে আমাদের এক নারী সদস্য আহত হয়েছেন।”
এদিকে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সূত্রে দাবি করা হয়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেন, “৫ আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি চেঙ্গী স্কয়্যারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও গুলিও খবর সঠিক নয়।”
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা/রূপায়ন/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত গ র প স কয় য র র ঘটন
এছাড়াও পড়ুন:
রূপালী ব্যাংকে তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ পালন উপলক্ষে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো.ওয়াহিদুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এছাড়াও ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা/এসবি