১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: মঈন খান
Published: 5th, August 2025 GMT
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। তাদের জুলুম-অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই, এদিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজিত বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষা পায়নি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী।
তিনি আরো বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যতিরেকে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয় বিজয় র্যালি। এটি নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা/হৃদয়/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ দেখতে প্রথম দফায় ৪৫ লাখ মানুষের আবেদন
বিশ্বকাপ ফুটবলের সময় যতই ঘনিয়ে আসছে, এ মহোৎসবকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। টিকিট কিনতে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। গতকাল শুক্রবার ফিফার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ বিশ্বকাপে প্রথম ধাপের টিকিট কেনার জন্য লটারিতে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ।
বিশ্বকাপের টিকিট কেনার জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র থেকে। শুক্রবার প্রি–সেল পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফিফা। এ পর্যায়ে শুধু ভিসা ক্রেডিট কার্ডধারীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। আয়োজক অন্য দুই দেশ মেক্সিকো ও কানাডা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আবেদন করেছেন। তবে দেশভিত্তিক আবেদনকারীর সংখ্যা প্রকাশ করেনি ফিফা।
৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ বিক্রয় পর্ব থেকে কারা টিকিট কেনার সুযোগ পাবেন, তা ২৯ সেপ্টেম্বর থেকে মেইলের মাধ্যমে জানানো হবে। এরপর আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন তাঁরা।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: ৬০ ডলারেই মিলবে টিকিট, প্রথম দিনেই ১৫ লাখ আবেদন ১২ সেপ্টেম্বর ২০২৫ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘সংখ্যাগুলো শুধু চমকপ্রদই নয়; বরং শক্তিশালী বার্তাও দিচ্ছে। পুরো বিশ্ব চাইছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর অংশ হতে, যা হবে ইতিহাসের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর আয়োজন। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের ছোট-বড় সব দেশের সমর্থকেরা আবারও প্রমাণ করলেন, ফুটবলের প্রতি আবেগই মানুষকে একত্র করে। সবাই তিন আয়োজক দেশে খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।’
বিশ্বকাপ ফুটবল নিয়ে জমছে উত্তেজনা