সড়ক দুর্ঘটনায় লরিচালকের সহকারী নিহত, চার ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার
Published: 6th, August 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি লরি। এই দুর্ঘটনায় লরিচালকের সহকারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর নিহত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো.
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ ভোরে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী। তখন পেছন থেকে আসা দ্রুতগতির একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে সড়কের বাইরে একটি দোকানের ওপর আছড়ে পড়ে। ভোরে দোকান বন্ধ থাকায় তাতে কেউ হতাহত হননি। তবে এই দুর্ঘটনায় লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আটকে পড়ে চালকের সহকারী মারা যান। তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় আহত অবস্থায় লরিচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানতে চাইলে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ হোসেন বলেন, দুর্ঘটনায় লরিচালকের সহকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে আটকে থাকায় মৃতদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। নগর থেকে বড় ক্রেন এনে চার ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারের লোকজন থানায় এসেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত ব্যক্তির লাশ তাঁদের বুঝিয়ে দেওয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার হেফাজতে নেওয়া হয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিতর্কিত ছবির স্থানে খালেদা জিয়ার উক্তি টানাল শিবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেও চলছে তাদের জুলাই প্রদর্শনী। তবে বিতর্কিত ছবিগুলো অপসারণ করে সেখানে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসঙ্গতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির ছবি টানানো হয়েছে।
বুধবার (৬ আগষ্ট) প্রদর্শনীর পাশাপাশি পূর্বসুচী অনুযায়ী সকাল ১০টা থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে জুলাই গণঅভ্যুত্থানের নানা দিক নিয়ে আলোচনা করেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন পুসাবের প্রতিনিধি সাদিক আল আরমান, জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ প্রমুখ।
আরো পড়ুন:
শেখ হাসিনার রাজনীতি টিকিয়ে রাখতে বর্ণচোরা ষড়যন্ত্র করছে বামরা: ঢাবি শিবির
বামপন্থিদের চাপে নিজামী-সাঈদী-সাকা চৌধুরীদের ছবি সরালো ঢাবি প্রশাসন
টিএসসি প্রাঙ্গণে যথারীতি চলমান শিবিরের প্রদর্শনীতে কেবল বিতর্ক সৃষ্টি করা জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দের ছবিগুলো সরানো হয়েছে। তার জায়গায় যুদ্ধাপরাধ ইস্যুতে ২০১১ সালে করা বেগম জিয়ার উক্তি, স্কাইপি কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের ফিরিস্তি ও যুদ্ধাপরাধীদের বিচারে ভুয়া সাক্ষীদের জবানবন্দির প্ল্যাকার্ড টানানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সৃষ্ট পরিস্থিতিতে শিবিরের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিল বাম সংগঠনগুলো। এ নিয়ে শিবির এবং বামপন্থীদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ দেখা যায়।
তবে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে মবের কারণে প্রদর্শনী বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ।
অন্যদিকে, প্রদর্শনীতে বিতর্কিত ছবি রাখায় শিবিরকে জবাবদিহিতা করতে হবে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং করবে। শিবিরের কাছে এর কারণ জানতে চাওয়া হবে। তবে প্রদর্শনী বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
ঢাকা/সৌরভ/মেহেদী