তরুণীর সঙ্গে বন্ধুত্ব গড়ে বৃদ্ধ হারালেন ১২ কোটি টাকা
Published: 9th, August 2025 GMT
বৃদ্ধ বয়সে মানুষ অনেক বেশি একা হয়ে পড়েন। বিশেষ করে তার অনুভূতিগুলো কেউ মনোযোগ দিয়ে শুনতে চায় না। এই অসহায় দিনগুলোতে কেউ যখন বন্ধু হয়ে পাশে থাকে, তাকে বিশ্বাস না করে উপায় কী! ভারতের পশ্চিম উপকূলীয় শহর মুম্বাইয়ে ৮০ বছরের এক বৃদ্ধও বিশ্বাস করে বন্ধুত্ব করেছিলেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ‘‘ওই বৃদ্ধের সঙ্গে এক তরুণীর বন্ধুত্ব গড়ে উঠেছিলো ফেসবুকে। এরপর দুইজনের মধ্যে ভালোবাসা ও সহানুভূতিশীল একটি সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণী বৃদ্ধের কাছ থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিচয়ে মোট ৯ কোটি রূপি নিয়েছেন। ’’বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকা।
গণমাধ্যমের তথ্য, ২০২৩ সালের এপ্রিলে ওই বৃদ্ধ ফেসবুকে শারভি নামের এক নারীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। কেউ কাউকে আগে থেকে চিনতেন না। শুরুতে রিকোয়েস্টটি গ্রহণ করেননি বৃদ্ধ। কয়েক দিন পর শারভির অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠানো হয়। ওই বৃদ্ধ ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন। এরপর তারা চ্যাট শুরু করেন এবং কিছুদিনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়। তারপরে ফেসবুক থেকে চ্যাট চলে যায় হোয়াটসঅ্যাপে।
শারভি ওই বৃদ্ধকে জানান, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। সন্তানদের নিয়ে তার সংসার। একটা সময় পর তিনি ওই বৃদ্ধের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কখনও বলেন সন্তানেরা অসুস্থ। কিছুদিন পর কবিতা নামের আরও এক নারী হোয়াটসঅ্যাপে ওই বৃদ্ধকে মেসেজ পাঠানো শুরু করেন। তিনিও নিজেকে শারভির পরিচিত বলে পরিচয় দেন। কিছুদিনের মধ্যে তিনি অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন এবং টাকা চাইতে থাকেন। এরপরে দিনাজ নামের আরও এক নারী বৃদ্ধকে মেসেজ পাঠান। তিনি নিজেকে শারভির বোন বলে পরিচয় দেন এবং জানান, শারভি মারা গেছেন। দিনাজ আরও বলেন, শারভির মৃতদেহ হাসপাতালে, বিল পরিশোধ করতে হবে। শারভি ও বৃদ্ধের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পাঠিয়ে দিনাজ টাকা আদায় করতে থাকেন।
আরো পড়ুন:
হঠাৎ মুখ ফুলে যাওয়ার কারণ কী
আজ বিড়াল দিবস
বৃদ্ধের দুর্ভোগ এখানেই শেষ হয়নি। কিছুদিন পর জেসমিন নামের এক নারী তাকে মেসেজ পাঠানো শুরু করেন। তিনি নিজেকে দিনাজের বন্ধু বলে দাবি করে সাহায্যের অনুরোধ জানান। বৃদ্ধ তাকেও টাকা পাঠান।
২০২৩ সালের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ওই বৃদ্ধ ৭৩৪টি লেনদেনের মাধ্যমে এই চার নারীর পেছনে ৮ দশমিক ৭ কোটি রুপি খরচ করেন।
সব সঞ্চয় শেষ করে বৃদ্ধ তার পুত্রবধূদের কাছ থেকে ২ লাখ রুপি ধার নেন। তারপর ওই নারীদের দেন। তাতেও টাকা চাওয়া থামেনি। পরে তিনি তার ছেলের থেকে ৫ লাখ রুপি চান।ছেলের সন্দেহ হলে বাবাকে প্রশ্ন করেন। বৃদ্ধ সব খুলে বলেন।
একপর্যায়ে বৃদ্ধ বুঝতে পারেন, সাইবার প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে, বৃদ্ধের ডিমেনশিয়া (স্মৃতিক্ষয়) হয়েছে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওই ব দ ধ এক ন র
এছাড়াও পড়ুন:
ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
ফেনীতে চাকায় হাওয়া দেওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি মিনি কাভার্ড ভ্যান। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সহকারী নিহত হন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আহত হন। আজ সোমবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার চাড়িপুর রাস্তার মাথা চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানের সহকারীর নাম রুবেল মিয়া (২৮)। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার শিবপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। আহত চালক রিয়াদ হোসেনের (২৯) বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার রাজুরকান্দি গ্রামে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ধাওয়া করে অভিযুক্ত ট্রাকচালক ইসমাইল হোসেনকে (২৬) আটক করেছে। ইসমাইল চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আবুল কালামের ছেলে।
হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ফেনীর চাড়িপুরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনার শিকার মিনি কাভার্ড ভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এরপর কাভার্ড ভ্যানটির চাকায় চালক ও তাঁর সহকারী হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে কাভার্ড ভ্যানটিকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন মহিপাল হাইওয়ে থানা–পুলিশে খবর দেন। এরপর হাইওয়ে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করে। গুরুতর আহত মিনি কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে চালকের সহকারী রুবেল মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চালক রিয়াদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।
ফেনীর মহিপাল হাইওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহত রুবেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আটক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।