রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ ৯টি ভবনের ১৭টি কেন্দ্রের ৯৯০টি বুথে অনুষ্ঠিত হবে। কোন হলের ভোটাররা কোন কেন্দ্রে ভোট দেবেন তা জানিয়েছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার নির্বাচন কমিশনের সদস্য ও নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনবিষয়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনটির উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

আরও পড়ুনগান, গম্ভীরা, চিঠি—রাকসু নির্বাচনের প্রচারণায় অভিনব যত কৌশল৫ ঘণ্টা আগে

মমতাজ উদ্দিন কলা ভবনে সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হল; ড.

মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনে ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হলের ভোটাররা ভোট দেবেন।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ভোট দেবেন তিনটি হলের ভোটাররা। ভবনের পূর্ব-মধ্য গেট দিয়ে ঢুকে ১৪৬ নম্বর কক্ষে তাপসী রাবেয়া হল, পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে বেগম খালেদা জিয়া হল এবং দক্ষিণ–পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে রহমতুন্নেসা হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

এদিকে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে ভোট দেবেন দুটি হলের ভোটাররা। ভবনের ১৩৩ নম্বর কক্ষে শহীদ হবিবুর রহমান হল এবং ১০১ নম্বর কক্ষে শহীদ শামসুজ্জোহা হলের ভোটাররা ভোট দেবেন।

আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন ৬৮% শিক্ষার্থী, গুনতে হয় বাড়তি টাকা ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামাল নজরুল বিজ্ঞান ভবনের সিএসএলের ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে নবাব আবদুল লতিফ হলের ভোটাররা ভোট দেবেন।

সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে শেরে বাংলা ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হল; জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটাররা ভোট দেবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হলরুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হলরুমে শাহ মখদুম হলের শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এক ড ম ক ভবন হল র ভ ট র ভবন র গ রহণ

এছাড়াও পড়ুন:

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

গাইবান্ধায় নদীতে ভাসমান স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘‘পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’ 

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ৬৬ জনের মধ্যে ৪৪ জনই নারী-শিশু এবং বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ দালালচক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কিংবা অপহরণ করে তাদের পাহাড়ি আস্তানায় নিয়ে যায়। অপহৃতদের জিম্মি করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালালে পাচারকারীরা পালিয়ে যায়। তবে জিম্মিদের উদ্ধার করা সম্ভব হয়।

চলতি বছরে টেকনাফে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৭৭ জন ভুক্তভোগীকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।  

ঢাকা/তারেকুর/বকুল 

সম্পর্কিত নিবন্ধ