ভাঙ্গায় থানা ভাঙচুর মামলায় বিদেশে থেকে আসামি হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি
Published: 19th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রে অবস্থান করেও পুলিশের করা থানা ভাঙচুর মামলার আসামি হয়েছেন ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ফয়েজ মো. রেজা। তিনি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতিও।
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের এক পর্যায়ে গত সোমবার দুপুরে ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পরদিন মঙ্গলবার রাতে বাদী হয়ে মামলা করেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আজাদুজ্জামান। মামলার ১৮ নম্বর আসামি করা হয় সাবেক মেয়র আবু ফয়েজ মো.
পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। যুবলীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ফয়েজের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রপ্রবাসী। সেখানে তাঁর স্ত্রী ও দুই ছেলে থাকেন। তিনি ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চারবার ভাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে প্রতিবছরই একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতেন।
আরও পড়ুনভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ১৫ সেপ্টেম্বর ২০২৫ভাঙ্গা পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের সময় তৎকালীন মেয়র আবু ফয়েজ যুক্তরাষ্ট্রে ছিলেন। এর সপ্তাহখানেক পর তিনি দেশে আসেন।
ভাঙ্গা পৌরসভার তৎকালীন সচিব সমীর কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, গত বছর সরকার পরিবর্তনের পর তিনি (মেয়র) পৌরসভায়ও কাজ করেন। ১৮ আগস্ট পর্যন্ত তিনি মেয়র হিসেবে কর্মরত ছিলেন। তবে পদ থেকে অব্যাহতি পাওয়ার পর দেড় মাস ভাঙ্গায় ছিলেন। ওই বছরের অক্টোবর মাসে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ফয়েজ মো. রেজা বর্তমানে বিদেশে অবস্থান করছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনশিক্ষার্থী নাদিমুল হত্যার মামলায় সূত্রাপুর থানা তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার১৮ অক্টোবর ২০২৪উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র প রসভ র
এছাড়াও পড়ুন:
মায়ামিতেই থাকছেন মেসি, নতুন চুক্তি চূড়ান্ত
মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি যেন থাকছেন আরও কিছুটা সময় আমেরিকায়। বুধবার ইএসপিএনের খবরে জানা গেছে, ইন্টার মায়ামির সঙ্গে কয়েক বছরের নতুন চুক্তির প্রায় শেষ ধাপে পৌঁছে গেছেন আর্জেন্টাইন জাদুকর। শুধু সামান্য কিছু বিষয় গুছিয়ে নিলেই ঘোষণা আসতে পারে। যদিও আর্থিক শর্তাবলীর বিস্তারিত কিছু জানানো হয়নি।
২০২৩ মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত তাকে পাবে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাব। তবে নতুন চুক্তি হলে হয়তো আরও দীর্ঘ সময় মায়ামির হয়ে মাঠ মাতাবেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।
আরো পড়ুন:
মেসির গোলে, অ্যাসিস্টে মায়ামির জয়
মেসির পেনাল্টি মিস, মায়ামির হার
এ মৌসুমেই দুর্দান্ত ছন্দে আছেন তিনি। এমএলএসে ২১ ম্যাচে করেছেন ২০ গোল, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন, যা তাকে অ্যাসিস্টের তালিকায় ষষ্ঠ স্থানে রেখেছে। গত মৌসুমেও ছিলেন সমান উজ্জ্বল। ২০ গোলের সঙ্গে ১৬ অ্যাসিস্ট করে দুই বিভাগেই শীর্ষে জায়গা করে নিয়েছিলেন।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৬ লিগ ম্যাচে করেছেন ৪১ গোল এবং ২৭টি অ্যাসিস্ট। আর সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৪, খেলেছেন মাত্র ৬২ ম্যাচ। মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টদাতা দুটোই তিনি।
ফুটবলের ইতিহাসে সর্বাধিক ৮ বার ব্যালন ডি’অর জয়ী মেসি গড়েছেন এক অনন্য সাম্রাজ্য। ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনায় থেকে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতান তিনি। এরপর পিএসজির হয়ে খেলেন দুই মৌসুম, জেতেন আরও দুটি লিগ ওয়ান শিরোপা। জাতীয় দলের জার্সিতে জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপের গৌরবময় ট্রফি।
এমএলএসে আসার পরপরই ইন্টার মায়ামিকে এনে দেন ২০২৩ সালের লিগস কাপ শিরোপা। তার পরের বছর ২০২৪–এ তারা জেতে সাপোর্টার্স শিল্ড, যদিও প্লে–অফের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়। বর্তমানে ইন্টার মায়ামি এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৪ জয়, ৬ ড্র ও ৭ হারে ৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।
আগামী শনিবার ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে নামবে তারা। আর দলটির আস্থার নাম একটাই- লিওনেল মেসি। এখনও যেমন আছেন, তেমনি থাকলে হয়তো মায়ামির আকাশে আরও অনেক দিন উজ্জ্বল হয়ে জ্বলবেন আর্জেন্টিনার ফুটবল রাজপুত্র।
ঢাকা/আমিনুল