চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বারিয়ারহাট পৌরবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শাজাহান (৩৫)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলা ইউনিয়নের শাহিয়ানবাড়ি গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে। চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন তিনি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লা আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থল চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথে বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

ওসি আবদুল্লা আল মামুন আরও বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মো.

শাজাহান নিহত হন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর লাশ বুঝিয়ে দেওয়া হবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইসরায়েলকে মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কতটা শক্তিশালী

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা পরিষদ গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় জরুরি বৈঠক করেছে। এর উদ্দেশ্য ছিল কাতারে ইসরায়েলের হামলার পর এ অঞ্চলের জরুরি নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা। সম্প্রতি দোহায় হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন নিহত হন।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, কাতারের ওপর এ হামলাকে সব জিসিসি সদস্যদেশের ওপর হামলা হিসেবে দেখা যেতে পারে।

আল–বুদাইউই জানান, সদস্যদেশগুলো যৌথ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার করবে, আকাশ প্রতিরক্ষায় সমন্বয় করবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আগাম সতর্কতামূলক বার্তাব্যবস্থা চালু করবে ও যৌথ মহড়া চালাবে। এর মধ্যে একটি আঞ্চলিক বিমানবাহিনী মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।

এ বছর শুরু হওয়ার পর থেকে কাতার হলো সপ্তম দেশ, যেখানে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে।

মানচিত্রে উপসাগরীয় ছয় আরব দেশ

সম্পর্কিত নিবন্ধ