নারায়ণগঞ্জকে মেট্রোরেলের MRT-2 line এ সংযুক্ত করার দাবিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)’র নির্বাহী কর্মকর্তা নীলিমা আক্তারের সাথে মতবিনিময় করেছেন NGB থেকে একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ছাত্রজনতা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)’র সদর দপ্তর এই মতবিনিময় হয়। এই আলোচনায় DTCA নির্বাহী পরিচালক নিলিমা আক্তার কথা দিয়েছেন, তারা খুব শিগগিরই এই বিষয় নিয়ে জরিপ করে দ্রুত সিদ্ধান্ত নিবে নারায়ণগঞ্জবাসীর আকাঙ্ক্ষা ও চাহিদা কিভাবে পুরন করা যায়।

নারায়ণগঞ্জকে মেট্রোরেলের MRT-2 line এ সংযুক্ত করার দাবিতে উত্তাল নারায়নগঞ্জবাসী। জনগণের অধিকার আদায়ের বাহক হিসেবে কাজ করছে একটি  অরাজনৈতিক সংগঠন New Generation's Bangladesh (NGB)।

যারা সর্বসর্বপ্রথম নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনার জন্য দাবি জানায়। গণস্বাক্ষর থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং অর্থ মন্ত্রণালয়,পরিকল্পনা মন্ত্রণালয়,পরিকল্পনা কমিশন, বিশ্ব ব্যাংক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সহ ৬ টি মন্ত্রণালয়ে NGB নারায়ণগঞ্জবাসীর পক্ষে চিঠি প্রদান করে।

তাদের একটাই লক্ষ্য নারায়ণগঞ্জবাসী্কে মেট্রোরেল থেকে বঞ্চিত হতে দিবেনা। প্রতিদিন ৪/৫ লক্ষ মানুষের যাতায়াত নারায়ণগঞ্জ থেকে ঢাকা। যানজট হ্রাস এবং  সময়ের কালক্ষেপণ এড়ানো শিল্পকেন্দ্রিক এই জেলায় মেট্রোরেল এর বিকল্প নেই।

MRT-2 প্রকল্পটি (ঢাকা-নারায়নগঞ্জ) দীর্ঘ ৩৫ কিমি হওয়ার কথা ছিল যেখানে DMTCL এবং DTCA MRT-2 থেকে (-নারায়নগঞ্জ) কে বাদ রেখে ২৫ কিমি MRT line করার পরিকল্পনা করছে। তাই নারায়ণগঞ্জকে কোনো ভাবেই এই প্রকল্প থেকে যাতে বাদ না করা হয় সেজন্যই এই ছাত্র প্রতিনিধিগণ প্রত্যেক দায়িত্বশীল র্কর্মকর্তাদের সংঙ্গে বৈঠক  করছে।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে এনজিবির মতবিনিয় ২ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা ৩ আড়াইহাজারে ৭০ বছর ধরে বেদখল হওয়া ২৩ একর জমি উদ্ধার করলেন ডিসি ৪ ইউনাইটেড ক্লাবে কোনো মদ বা জুয়ার আসরের অস্তিত্ব নেই : সভাপতি তাপু ৫ রূপগঞ্জে অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু ৬ বন্দরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে বিচারপতি শেখ তাহসিন ৭ বন্দরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি নাসির গ্রেপ্তার   ৮ সোনারগাঁয়ে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু  ৯ রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ব্লগার জিসানের মোটরসাইকেল গাজিপুরে উদ্ধার, গ্রেপ্তার ১  ১০ সিদ্ধিরগঞ্জে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১১ সোনারগাঁয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১২ আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানীকে অর্থদণ্ড  ১৩ মাওলানা ফেরদাউসুর রহমানের নির্বাচনী প্রচারণায় র‌্যালি অনুষ্ঠিত ১৪ সিদ্ধিরগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে আল আমিন গ্রেপ্তার ১৫ প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি বক্তাবলীর মুর্শিদা কারাগারে ১৬ জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে ১৭ বন্দরে বসুন্ধরা সিমেট্রি কারখানায় অগ্নিকান্ড  ১৮ বন্দরে সড়ক দূর্ঘটনাায় ৩ কনস্টেবল আহত, রক্ষা পেলেন পুলিশ সুপার ১৯ বন্দরে ২০ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ২ ২০ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৫ ২১ বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি সেলিম গ্রেপ্তার ২২ বন্দরে পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো তার বাবা-মাকে  ২৩ আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না : মাও.

জব্বার ২৪ ফতুল্লায় বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রদান  ১ মেঘনা নদী থেকে সাংবাদিক বিভূরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার  ২ প্রচারনার শেষ দিনে আইনজীবীদের দ্বারে দ্বারে সবুজ প্যানেলের প্রার্থীরা ৩ ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু ৪  নারায়ণগঞ্জের নয়া পুলিশ সুপার জসীম  উদ্দিন, প্রত্যুষ কুমার সিআইডিতে ৫ ফতুল্লায় কিশোর গ্যাং লিডার ইভন প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে খুন ৬ শহরে অটো রিকসা, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান প্রবেশ নিষিদ্ধের আহবান ৭ মদনপুরে যুবদলের ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার ৮ ইভন হত্যার মূলহোতা সাইফুল গ্রেফতার  ৯ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় প্রথম চার্জশিট দাখিল ১০ গ্রেপ্তারের পর মিথুনের মাদক ব্যবসা রাব্বির হাতে সকল খবর

আরো পড়ুন  

চাষাড়া রেলস্টেশন ও ইসদাইরে যৌথবাহিনীর অভিযানে ৯ জনকে কারাদন্ড, আটক ১৮

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শনে জাতীয় প্রেস ক্লাব সম্পাদক

না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্প-২ এ সংযুক্ত করার দাবিতে নিসচার মানববন্ধন

শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা 

গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা

‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি

আবু সাঈদ পাঠাগারকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ মতব ন রকল প

এছাড়াও পড়ুন:

বিকেএমইএ সভাপতি হাতেম ‘গণ-অভ্যুত্থানের শত্রু’ : এনসিপি নেতা আল আমিন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয় ও উত্তরণের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় ব্যবসায়ীক সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে গণ-অভ্যুত্থানের শত্রু আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি হাতেমকে এ আয়োজনে স্পেস দেয়া উচিৎ হয়নি বলেও মন্তব্য করেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আজ আসার পর দেখলাম একজন স্টেজে এসে ছাত্ররা কীভাবে পড়ালেখা করবে, রেজাল্ট ভালো করবে, ওই পরামর্শ দিচ্ছেন; যে ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার মিটিংয়ে উপস্থিত হয়ে কীভাবে ছাত্রদের আন্দোলন দমন করতে হবে, সেই অনুরোধ করেছিলেন।’

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ‘আন্দোলন চলাকালীন শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে সে ছাত্রদের দমনের ব্যাপারে বলেছে। তাকে আমরা এই স্পেস দিতে পারি না। খুবই দুঃখ লেগেছে, নারায়ণগঞ্জের মানুষ আমরা এগুলো জানি। জানার পরও কেন আমরা এটা করি? আমরা কি সব ভুলে গেলাম। এই ভুলে যাওয়া আমাদের উচিত হয়নি।

এর আগে এই এনপিসি নেতা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠান কেন্দ্রিক নানান ধরনের জটিলতা হয়েছে মানে ম্যানেজিং কমিটি এড কমিটি কোথাও কমিটি নাই কোথাও অধ্যক্ষ বা শিক্ষক আছে নাই বা নানান ধরনের ইস্যু সৃষ্টি হয়েছে। 

এইজন্য এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছিল যেই ধরনের চেইন অফ কমান্ডে স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে ওভাবে চলতে পারেনি। ছাত্রদের মধ্যেও গণঅভ্যুত্থান কেন্দ্রিক একটা ট্রমা আছে। আমরা যখন শহীদ পরিবার বা আহতদের সাথে কাজ করি, আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ট্রমা আছে। 

তাদের যে আবার পড়ালেখায় মনোনিবেশ করতে হবে। সে মানসিকতা সবার হয়ে ওঠে নাই। আমরা যেই প্রফেশনে ছিলাম অভুত্থানের পরে আবার যে আমাদের কাজটা আমরা করব এই মানসিকতাটা হয় নাই। তো আমাদের পুরা ন্যাশনাল একটা গ্রুমিং এর প্রয়োজন। 

তিনি বলেন, “গ্রীক পৌরাণিক কাহিনীতে আমরা দেখছিলাম যে, একিলিস হিল বলতে একটা ব্যাপার আছে। একিলিসের মতো এত বছরে হাসিনা প্রশ্নফাস, জালিয়াতি অটোপাসের মতো নানা ধরনের বড় বড় লুপস তারা রেখে দিছে। কিন্তু তারা উপস্থাপন করছে একটা বিশাল সাফল্য। এই দুর্বলতাটা আমরা উপলব্ধি করতে পারছি এটা সামনে আমাদের জেনারেশন, ছাত্র, দেশের জন্য ভালো হবে।”

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আ.ফ.ম. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দীন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুদ বিল্লাহ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বিকেএমইএ সভাপতি হাতেম ‘গণ-অভ্যুত্থানের শত্রু’ : এনসিপি নেতা আল আমিন
  • বাবুল’র উদ্যোগে ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান
  • আড়াইহাজারবাসী ও বিএনপির নেতাকর্মীদের আজাদের বিশেষ বার্তা
  • যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার