শ্রম উপদেষ্টার সঙ্গে ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ
Published: 24th, September 2025 GMT
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শ্রমকেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা এবং অন্যান্য সুবিধা বিষয়ে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরো পড়ুন:
রোহিঙ্গা শরণার্থীদের স্থায়ী প্রত্যাবাসনে ‘বাস্তব পদক্ষেপ’ চায় ওআইসি
‘প্রত্যাবাসনে রোহিঙ্গাদের পাশে থাকবে ওআইসি’
মঙ্গলবার আজারবাইজানের বাকুতে তাদের মধ্যে এই সৌজন্য সাক্ষাত হয় বলে বুধবার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে।
এসময় শ্রম উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা প্রদান, অধিকার আদায় ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি এ বিষয়ে ওআইসি শ্রম কেন্দ্রকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় (ওআইসি) শ্রম কেন্দ্রের মহাপরিচালক বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো ওআইসিভুক্ত দেশসমূহের নাগরিকগণ যেন কাজের জন্য অন্যান্য ওআইসিভুক্ত দেশে আবেদন করতে পারে এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারে সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে তিনি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে শ্রম উপদেষ্টা আজার বায়রামভকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত কার্যক্রম এবং শ্রম মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করতে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ওআইস উপদ ষ ট সহয গ ত
এছাড়াও পড়ুন:
রাজনীতিতে নারীদের এগিয়ে নেওয়ার ব্যাপারে ঐকমত্য
রাজনীতিতে নারীদের এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হলেও চিন্তার ভিন্নতা আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। বিএনপির নেতারা বলছেন, নারী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে কাজ করছে তাদের দল। মূল প্রার্থী তালিকায় যোগ্যদের রাখার বিষয়ে দলের চিন্তাভাবনা আছে। আর ইসলামি দলগুলোর নেতাদের বক্তব্য, শুধু কোটায় নয়, নারীরা নিজেদের যোগ্যতায় রাজনীতিতে এগিয়ে আসবেন।
কুষ্টিয়ায় ‘জেলা পর্যায়ের সংলাপ: অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসে এমন অভিমত।
আজ বুধবার সকালে কুষ্টিয়ার দিশা টাওয়ারের মিলনায়তনে এ গোলটেবিল বৈঠক হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের নেতৃত্বে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। এই গোলটেবিল বৈঠকের প্রচার সহযোগী হিসেবে আছে প্রথম আলো।
গোলটেবিল বৈঠকে জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ‘১৯৯১ সালসহ পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় নির্বাচনগুলো ভালো হয়েছে। এরপর আর হয়নি। নির্বাচন কমিশনকে সবাই মিলে সহযোগিতা করতে হবে। পিআর পদ্ধতি হলে স্ট্যাবল সরকার হবে না। আমাদের দেশে এটা হবে না। যদি করতে হয়, তবে আগামী সরকার গঠনের পর আলোচনা হতে পারে। যোগ্য নারীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।’
কুষ্টিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলছেন এক অতিথি। বুধবার শহরের দিশা টাওয়ারের মিলনায়তনে