বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা
Published: 24th, September 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা
৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল র ক উন স আপত ত
এছাড়াও পড়ুন:
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন ডি কক, তিন সংস্করণে তিন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরেছেন কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে অক্টোবর-নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ডি কককে এই সফরে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫৫ ওয়ানডে খেলা ডি কক ২০২৩ বিশ্বকাপেই সর্বশেষ খেলেছেন এই সংস্করণে।
পাকিস্তান সফরের আগে আগামী ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের জন্য ঘোষিত দলেও আছেন বাঁহাতি এই ওপেনার।
আরও পড়ুনফখরের আউট নিয়ে পাকিস্তান অধিনায়কের সন্দেহ৩ ঘণ্টা আগেসাদা বলে প্রোটিয়াদের হয়ে ডি কক সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ডি কক অফিশিয়ালি অবসরের ঘোষণা না দিলেও তাঁকে এরপর এই সংস্করণের দলে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ সাবেক কোচ রব ওয়াল্টার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্ধে নিশ্চিত ছিলেন না। তবে এ সময়ে সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন আগামী ডিসেম্বরে তেত্রিশে পা রাখতে যাওয়া ডি কক।
দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ডি ককের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং জাতীয় দলে খেলার বিষয়ে তিনি আবারও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। কনরাড বলেন, ‘কুইন্টনের সাদা বলে ফিরে আসা আমাদের শক্তি বাড়িয়েছে। গত মাসে আমরা যখন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, তখন এটা পরিষ্কার হয়েছে যে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা এখনো তার আছে। সবাই জানে সে থাকলে দলটা কেমন হয়, তাকে ফিরে পাওয়ায় দল শুধু শক্তিশালীই হবে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলে এই সংস্করণ ছাড়বেন, সেটা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিলেন ডি কক। তবে বিশ্বকাপ শুরুর পর সিদ্ধান্ত বদলে ইঙ্গিতও দিয়েছিলেন। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে—এ বিষয়টি মাথায় রেখে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ডি কক তখন বলেছিলেন, ‘এ মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যায়। জীবনে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে। সম্ভাবনা আছে, তবে মনে হয় না এমন কিছু হবে।’
আরও পড়ুনরউফ-অভিষেকের বাগ্বিতণ্ডায় আম্পায়ারের হস্তক্ষেপ, আসলে কী হয়েছিল৪ ঘণ্টা আগেওয়ানডেতে ১৫৫ ইনিংসে ৪৫.৭৪ গড়ে ও ৯৬.৬৪ স্ট্রাইক রেটে ৬৭৭০ রান করেছেন ডি কক, পেয়েছেন ২১টি সেঞ্চুরি। ৯২ টি-টোয়েন্টিতে ১৩৮.৩২ স্ট্রাইক রেটে ২৫৮৪ রান করেছেন। ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে খেলেছেন ডি কক।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চার সেঞ্চুরি করে এ সংস্করণ ছেড়েছিলেন ডি কক