আইএমইআই–আইফোন ১৭–এর ডিজাইনার–এমএনএলএফ–নবীনতম নদী কোনটি?
Published: 25th, September 2025 GMT
১. দ্য মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (The Moro National Liberation Front—MNLF) কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
ক. ফিলিপাইন
খ. আলজেরিয়া
গ. ভেনেজুয়েলা
ঘ. অ্যাঙ্গোলা
উত্তর: ক. ফিলিপাইন
২. বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর কয়টি সদস্যরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? (২৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)
ক. ২টি
খ.
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর: খ. ৩টি (যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স)
৩. বাংলাদেশ কবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. ১৯৭৬ সালের ২ জুন
খ. ১৯৮১ সালের ১১ মে
গ. ১৯৮৮ সালের ১৬ নভেম্বর
ঘ. ১৯৯০ সালের ৬ সেপ্টেম্বর
উত্তর: গ. ১৯৮৮ সালের ১৬ নভেম্বর
আরও পড়ুনঅপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল–ডিয়েলা-অবলিক সেভিল-বঙ্গভ্যাক্স কী, জেনে নিন১৮ সেপ্টেম্বর ২০২৫৪. আইফোন ১৭ এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত—
ক. মাহি শাফিউল্লাহ
খ. আবিদুর চৌধুরী
গ. শফিক আনাম
ঘ. হাবিব বাশার
উত্তর: খ. আবিদুর চৌধুরী
৫. বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে?
ক. ১৯৯৯ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১৪ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তর: গ. ২০১৪ সালে
৬. বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সদস্য প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. নেপাল
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. রুয়ান্ডা
উত্তর: ক. নেপাল (বাংলাদেশ তৃতীয় অবস্থানে; সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট)
৭. বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন রয়েছে?
ক. ৬০টি
খ. ৭২টি
গ. ৭৮টি
ঘ. ৮২টি
উত্তর: ঘ. ৮২টি (সূত্র: প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৫)
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫৮. বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে?
ক. ১ বার
খ. ২ বার
গ. ৩ বার
ঘ. ৪ বার
উত্তর: খ. ২ বার
৯. ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন?
ক. একাদশ
খ. দ্বাদশ
গ. ত্রয়োদশ
ঘ. চতুর্দশ
উত্তর: গ. ত্রয়োদশ
১০. রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় ‘Coalition of the Willing’ কবে গঠিত হয়?
ক. ২ মার্চ ২০২৫
খ. ১৮ এপ্রিল ২০২৫
গ. ১০ মার্চ ২০২৫
ঘ. ২২ এপ্রিল ২০২৫
উত্তর: ক. ২ মার্চ ২০২৫ (Coalition of the Willing গঠনের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার)
১১. বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার (WIPO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. প্যারিস
গ. ব্রাসেলস
ঘ. নিউইয়র্ক
উত্তর: ক. জেনেভা
প্রতীকী ছবি: প্রথম আলোউৎস: Prothomalo
কীওয়ার্ড: স প ট ম বর
এছাড়াও পড়ুন:
যুব উন্নয়ন অধিদপ্তরে স্নাতক পাসে নিয়োগ, পদসংখ্যা ৯০
যুব উন্নয়ন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১তম গ্রেডের ৯০টি পদে নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) শুরু হয়েছে। আবেদনের সুযোগ এক মাস।
চাকরির বিবরণপদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
পদসংখ্যা: ৯০;
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি;
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
বয়সসীমা: ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮–৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফিপরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
আবেদনের সময়সীমাআবেদন শুরু: ১৯ নভেম্বর ২০২৫।
আবেদন শেষ: ১৮ ডিসেম্বর ২০২৫।
১.
সরাসরি/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।
২.
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dyd.gov.bd এবং ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুনপড়ালেখা শেষে অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে করণীয় কী৩ ঘণ্টা আগেআরও পড়ুনবিসিএসের সিলেবাস পরিবর্তনের উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা৩ ঘণ্টা আগে