গুগল সার্চের এআই মোডে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) জেমিনি চ্যাটবটের মাধ্যমে পরিচালিত এ সুবিধা চালুর ফলে এখন থেকে লিখিত ফলাফল দেখানোর পাশাপাশি ছবিতে থাকা বস্তু বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য প্রদর্শন করবে গুগল। ফলে সার্চ ফলাফলের পাশাপাশি সহজেই বিভিন্ন ভিজ্যুয়াল আধেয় বা কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, এআই মোডে কথোপকথনের মতো করে প্রশ্ন করলে তার উত্তরে ব্যবহারকারীরা ছবিভিত্তিক ফলাফল পাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি শোবার ঘরের সাজসজ্জা নিয়ে আইডিয়া খুঁজতে চান, এআই মোড তাঁর পছন্দ অনুযায়ী মিলিয়ে ছবি দেখাবে। এর আগে জটিল বা দীর্ঘ প্রশ্নের উত্তর পেতে ব্যবহারকারীদের একাধিকবার সার্চ করতে হতো। এআই মোড সেই প্রক্রিয়াকে সহজ করে দিয়েছে। প্রথমে এটি কেবল ইংরেজি ভাষায় চালু হলেও এখন হিন্দি, ব্রাজিলিয়ান, পর্তুগিজ, ইন্দোনেশীয়, কোরীয়, জাপানিসহ আরও কয়েকটি ভাষায় ব্যবহার করা যাচ্ছে।

নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে সরাসরি ছবি তুলে বা কোনো ছবি শেয়ার করেও অনলাইনে তথ্য খোঁজ করতে পারবেন। প্রতিটি ছবির সঙ্গে একটি লিংক যুক্ত থাকবে, যা থেকে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হবে। কারণ, ব্যবহারকারীরা শুধু স্বাভাবিক ভাষায় কোনো পণ্যের বর্ণনা দিলেই মিলিয়ে ফলাফল দেখতে পাবেন, আলাদা করে ফিল্টার ব্যবহার করার প্রয়োজন হবে না।

গুগলের তথ্যমতে, জেমিনি ২.

৫-এর উন্নত মাল্টিমোডাল প্রযুক্তির সহায়তায় এআই মোড ছবির ভেতরের বস্তু বা বিস্তারিত শনাক্ত করবে। ফলে নির্দিষ্ট কোনো অংশ নিয়েও আলাদা করে খোঁজ করা যাবে এবং সেই বিষয়ে আরও প্রশ্ন করার সুযোগ থাকবে। তবে আপাতত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। শিগগিরই বিশ্বের অন্যান্য দেশেও ধাপে ধাপে এ সেবা চালু করা হবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এআই ম ড ব যবহ র ফল ফল

এছাড়াও পড়ুন:

গাজার শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অধরা, কারণ...

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আমেরিকায় যেতে পারছেন না গাজার কয়েক ডজন শিক্ষার্থী। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি পাসপোর্টধারীদের জন্য প্রায় সব ধরনের অ-অভিবাসী ভিসা স্থগিত করায় বিপাকে পড়েছেন তাঁরা।  

ভাঙাচোরা জীবন,  সীমান্তে আটকে স্বপ্ন

২০২৩ সালের ৭ অক্টোবরের পর কয়েক দিনের মধ্যেই গাজার মরিয়ামের (নিজেকে এবং পরিবারকে রক্ষার জন্য ছদ্মনাম ব্যবহার করছেন) জীবন ওলটপালট হয়ে যায়। বাড়িঘর, স্কুল এবং ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা, যেখানে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর পড়ছিলেন—সবকিছু ধ্বংস হয়ে যায় ইসরায়েলের বিমান হামলায়। ডিসেম্বরে নিহত হন তাঁর শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খ্যাতিমান পদার্থবিজ্ঞানী সুফিয়ান তাইয়েহ। মরিয়ম বলেন, ‘আমার কাছে তিনি বাবার মতো ছিলেন। তাঁর মৃত্যুর খবর শোনার পর আমার মনে হলো পড়াশোনা শেষ হয়ে গেল। মনে হচ্ছে আমার পৃথিবী ধ্বংস হয়ে গেল।’

তবু রাফার তাঁবুতে ঠাঁই নিয়ে অনিশ্চিত বিদ্যুৎ ও ইন্টারনেট–বিভ্রাটের মধ্যেও মরিয়াম হাল ছাড়েননি। সীমান্তের কাছে দুর্বল মিসরীয় সিগন্যাল পাওয়া যায়, এমন স্থানে গিয়ে জীবনের ঝুঁকি তিনি বিদেশে যাওয়ার জন্য আবেদন করেন আর সুযোগের অপেক্ষায় থাকেন। শেষ পর্যন্ত আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পান। কিন্তু তিনি এখনো গাজাতেই আটকে আছেন। ভিসা নিষেধাজ্ঞা থামিয়ে দিয়েছে তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন।

মরিয়ম বলেন, ‘সম্পূর্ণ অর্থায়িত পিএইচডি প্রোগ্রামের ভর্তির সুযোগের বার্তা পাওয়ার মুহূর্তটি আমি কখনোই ভুলব না। আমাদের তাঁবুতে ফিরে আমার বাচ্চাদের শক্ত করে জড়িয়ে ধরে সুসংবাদটি জানিয়েছিলাম। বলেছিলাম, আমরা এই দুঃস্বপ্ন থেকে বাঁচব। কিন্তু ট্রাম্পের ভিসা প্রক্রিয়া স্থগিতের কথা শুনে সবকিছু আবার ভেঙে পড়েছিল। মনে হয়েছিল যেন আমার স্বপ্নগুলো আবারও ধ্বংস হয়ে গেছে।’

যুদ্ধ না থাকলেও ফিলিস্তিন শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার দিতে মিসর বা ইসরায়েলে যেতে হতো। এখন রাফা সীমান্ত প্রায় বন্ধ আর ইসরায়েল যাওয়ার অনুমতি মেলা অসম্ভব।

গাজা শহরের আরেক শিক্ষার্থী ২২ বছরের লায়লারও অবস্থা একই। ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার সময় পাঁচ বছরের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে চার বছরে চলছিল। ওয়াই–ফাইয়ের সংযোগ পেতে প্রতিদিন দুই ঘণ্টা হেঁটে এদিক ওদিক যেতেন। সৌরবিদ্যুৎ দিয়ে ফোন চার্জ করে আবেদনপত্র পাঠাতেন। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি। কিন্তু তারপর এল নিষেধাজ্ঞা। সব এলোমেলো হয়ে গেল। তিনি জানালেন, ‘আমরা এখনো গাজাতেই আটকে আছি।’

লায়লাও ছদ্মনাম। তিনি গার্ডিয়ানকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।

যুদ্ধ শুরুর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর রামাল্লার একটি স্কুলে শিক্ষার্থীরা

সম্পর্কিত নিবন্ধ