মাদাগাস্কারে এবার রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে রাস্তায় জেন-জিরা, প্রত্যাখ্যান প্রেসিডেন্টের
Published: 4th, October 2025 GMT
মাদাগাস্কারের সরকার ভেঙে দেওয়ায় কেবল সন্তুষ্ট নন মাদাগাস্কারের তরুণ বিক্ষোভকারীরা। তাঁরা প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পদত্যাগ চান। তাঁদের দাবি প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেছেন, এই বিক্ষোভ তাঁর বিরুদ্ধে বিরোধীদের অভ্যুত্থান চক্রান্তের অংশ। তিনি তরুণদের এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।
বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর থেকে আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বেশির ভাগই বয়সে তরুণ, যাঁরা জেন-জি নামে পরিচিত।
তরুণদের ওই বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নিলে গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা।
বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর থেকে আফ্রিকার দেশ মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বেশির ভাগই বয়সে তরুণ, যাঁরা জেন-জি নামে পরিচিত।আন্দোলনে একটি ‘কৌশলগত’ বিরতির পর গতকাল শুক্রবার রাজধানী আন্তানানারিভোয় সড়কে নেমে আবার আন্দোলন শুরু করেন তরুণ বিক্ষোভকারীরা। জেন-জি প্রজন্মের বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন।
রিয়াল টিভি মাদাগাসিকারায় দেখানো ভিডিও ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাজধানীতে বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে।
ফেসবুক পাতায় দেওয়া এক ভাষণে রাজোয়েলিনা বলেন, ‘দেশ ধ্বংস করে কারও উপকার হবে না। আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের কথা শুনতে প্রস্তুত আছি, সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত আছি এবং…মাদাগাস্কারের (সংকটের) সমাধান খুঁজে পেতে প্রস্তুত আছি।’
প্রেসিডেন্ট আরও বলেন, গত সপ্তাহে তিনি যখন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গিয়েছিলেন তখন তাঁর প্রতিদ্বন্দ্বী কিছু রাজনীতিক এই বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে তাঁর বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চক্রান্ত করেছিলেন।
মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় গতকাল শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়। বিক্ষোভকারীরা পুলিশদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ৩ অক্টোবর, ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রিকশাচালককে পিটিয়ে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে মারধরের ঘটনা ঘটে।
নিহত মো. খোকন মিয়ার (৪০) বাড়ি উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, করমা গ্রামের কছিম উদ্দিন ও গিয়াস উদ্দিন নামের দুই ভাই ছিলেন। ৬-৭ বছর আগে গিয়াস উদ্দিনের মৃত্যুর পর জমি নিয়ে কছিম উদ্দিনের সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলেদের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় ইতিমধ্যে তিনটি মামলাও হয়। স্থানীয়ভাবে দুই পরিবারের বিরোধ মেটাতে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলে তা মানেননি কেউ।
স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিকশা রেখে ঘর থেকে বের হন খোকন মিয়া। এ সময় গিয়াস উদ্দিনের ছেলে স্থানীয় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও তাঁর ভাই এবং পরিবারের সদস্যরা তাঁকে ধরে নিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
রিকশাচালককে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রদল নেতা নজরুল ইসলাম