ইসরায়েল এখন শুধু তার ‘প্রচলিত শত্রু ও সমালোচকদের’ জন্যই নয়, বরং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের মতো ‘মহান বন্ধুদের’ জন্যও বোঝায় পরিণত হয়েছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে ঠিক এভাবে কথাটি বললেন।

তেল আবিব থেকে আল-জাজিরাকে গোল্ডবার্গ বলেন, ‘কেউ এটা প্রকাশ্যে স্বীকার করবেন না। কিন্তু আমি মনে করি, হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন, তা এমনি এমনি নয়।’

গোল্ডবার্গ বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, তিনি যখন নেতানিয়াহু বা ইসরায়েলের দিকে তাকাচ্ছেন, তখন তিনি একে একটি বোঝা হিসেবে দেখছেন। ট্রাম্পের বহুল পরিচিত ভাষায় বলতে গেলে, তিনি একজন ‘লুজার’ বা ‘ব্যর্থ ব্যক্তিকে’ দেখছেন।

ইসরায়েলি বিশ্লেষক আরও যোগ করেন, ইসরায়েল এমনটা একেবারেই আশা করেনি। কারণ, দেশটি তার ‘জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডের অন্তহীন চক্রে’ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার বাইরে অন্য কিছু স্বীকার করতে পারছিল না।

গোল্ডবার্গ বলেন, ‘গাজায় যাওয়ার চেষ্টা চালানো প্রথম ফ্লোটিলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মধ্যে পার্থক্য দেখুন। আর এই (দ্বিতীয়) ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের পর বিশ্বজুড়ে কী প্রতিক্রিয়া হয়েছে, তা খেয়াল করুন। কিছুই আগের মতো নেই। আমি মনে করি, গত দুই বছরের মধ্যে ইসরায়েল আজ শনিবার সকালে সবচেয়ে বেশি একাকী হয়ে পড়েছে।’

তবে গোল্ডবার্গ যুক্তি দিয়ে বলেন, ট্রাম্পের পরিকল্পনা মেনে চলার ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব একটি সুবিধা রয়েছে।

এই বিশ্লেষক বলেন, ইসরায়েলে যদি মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেওয়া হয়, তবে নেতানিয়াহুর জন্য এটাই সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে। কারণ, তিনি এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন, যিনি একটি অনিবার্য কঠিন যুদ্ধ লড়েছেন। একই সঙ্গে তিনি একটি অনিবার্য কঠিন চুক্তিও স্বাক্ষর করতে পেরেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

 সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ হোসেন মনা (৪২) নামে এক চিহ্নিত ও একাধিক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত হোসেন মনা সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার মৃত আঃ লতিফ স্বর্ণকারের ছেলে। 

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম জানান, বুধবার রাতে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডিউটি করছিলেন তিনি। 

এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সিদ্ধিরগঞ্জ পুল কাঠপট্টি এলাকায় মনির হোসেনের শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্ট নামক দোকানের সামনের পাকা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি হোসেন মনা কৌশলে পালানোর চেষ্টা করে। 

পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে পবর্তীতে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হোসেন মনার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ পূর্বেও একাধিক মামলা চলমান রয়েছে। সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এই গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন মাদকের বিরুদ্ধে আমরা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছি। তারই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আমরা তার সহযোগীদেরও আইনের আওতায় আনার চেষ্টা করছি। 

সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রিয় শিক্ষক সম্মাননা পেলেন ১০ জন
  • একই দিনে ২ শিক্ষার্থীকে হারিয়ে শোকে মুহ্যমান চবি
  • সীতাকুণ্ডে হামলা করতে আসা সশস্ত্র ব্যক্তিদের ঘেরাও করে পিটুনি, একজনের মৃত্যু
  • রমনা পার্কের লেক থেকে একজনের লাশ উদ্ধার
  • গুলতেকিন খানের লেখা: কোনো মেয়ে যেন আমার মতো ভুল না করে
  • পোশাক নিয়ে ফের কুরুচিকর মন্তব্যের শিকার রুনা
  • দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রচারপত্র তৈরি করলেন এক প্রার্থী
  • ৪০ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরেকজন
  • সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার