অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাকের পার্টিকে ভোট দিন: কায়সার হামিদ
Published: 4th, October 2025 GMT
জাকের পার্টির ভাইস চেয়ারম্যান, কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ বলেছেন, “ছাত্র জনতার আন্দোলন, আত্মত্যাগে পাঁচ আগষ্ট দেশের শাসক পরিবর্তন হলেও ঘুষ-দুর্নীতি ও লুটেরা রাজনীতির পরিবর্তন হয়নি। ছাত্র জনতার রক্তের দাগ এখনও শুকায়নি, জনগণ মনে করেছিল, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সরকারি সেবা নিশ্চিত হবে, কিন্তু কিছুই হয়নি। তাই সত্যিকারে মানুষের ভাগ্যের পরিবর্তনে জাকের পার্টিকে ক্ষমতায় আনতে হবে।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে আদাবর থানার সলনা কমিউনিটি সেন্টারে জাকের পার্টি আদাবর থানা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার হামিদ বলেন, “জাকের পার্টি মানুষের কল্যাণে রাজনীতি করে। ঘুষ দুর্নীতি, মাদক চিরতরে নির্মূল করতে চায়। সরকারি সেবা নিশ্চিত করতে চায়। অসাম্প্রদায়িক ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে জাকের পার্টিকে ভোট দিন। কর্মের মাধ্যমে জাকের পার্টি আপনার রায়ের প্রতিদান দেবে।”
বক্তব্য রাখেন জাকের পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস, জাকের পার্টি মহিলা ফ্রন্ট এর যুগ্ন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা লিপি, ছাত্রী ফন্টের অর্থ সম্পাদিকা হামিদা ইসলাম ঋণী, ছাত্রফ্রন্টের যুগ্ম প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ভূঁইঞা শুভ, যুব ফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইমরুল কায়েস, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্ট এর ঢাকা মহানগর উত্তরের সভাপতি শিশির আহমেদ লিটন প্রমুখ।
সভায় বক্তারা আগামী নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ই-ভোটিং ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সরকারকে এমন একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, যাতে গত ষোলবছরের বদনাম ঘুচে যায়। এজন্য এখন থেকে সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রত্যেককে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চিকিৎসা সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তিতে উদ্বোগ প্রকাশ করেছেন।
সভা শেষে বর্ণাঢ্য র্যালি আদাবর থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প র বর ত ফ রন ট
এছাড়াও পড়ুন:
ভারতের চাপে নতি স্বীকার না করায় সোনার পদক পাচ্ছেন নাকভি
পাকিস্তানের তো বটেই, এশিয়ার ক্রিকেটেই এ সময়ের সবচেয়ে আলোচিত নাম মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান—অনেকগুলো বড় পদই এখন নাকভির। সেই নাকভি এবার সাহসিকতা ও বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম উজ্জ্বল করার জন্য সোনার পদক পেতে যাচ্ছেন। পাকিস্তানের একটি সংস্থা তাঁকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছে।
নাকভি সোনার পদকটি পাচ্ছেন এশিয়া কাপের ফাইনাল শেষে তাঁর আলোচিত–সমালোচিত ভূমিকার জন্য। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয়রা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ‘আমার হাত থেকে না নিলে ট্রফিই দেব না’—এমন মনোভাব থেকেই ভারতকে না দিয়ে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন নাকভি।
ঘটনা সেখানেই শেষ হয়নি। নাকভি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভারত যদি সত্যি সত্যিই ট্রফি নিতে চায়, তবে এসিসির সদর দপ্তরে এসে নিতে পারে। তাদের স্বাগতই জানানো হবে।’
অদৃশ্য ট্রফি নিয়ে ভারতীয়দের শিরোপা উদ্যাপন