সাদাপাথর ও বালু লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কৃষি ব্যাংকের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলফু উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরো পড়ুন:

শরণখোলা থানা থেকে পলাতক আসামি খুলনায় গ্রেপ্তার

রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুনের ঘটনায় গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রতন শেখ বলেন, ‘‘গ্রেপ্তার হওয়া আলফু চেয়ারম্যানকে নিয়ে অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’’ কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’’

পুলিশ জানায়, আলফু মিয়ার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ও পরে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। এ সব মামলা সত্ত্বেও আলফু মিয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসেবে দাপটে চলাচল করতেন। 

আলফু মিয়া রাজনৈতিক পটপরিবর্তনের আগে একচেটিয়াভাবে বালু ও পাথরের অবৈধ উত্তোলন নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের পর বিএনপির একটি অংশকে নিয়ে নতুন চক্র ভোলাগঞ্জে সক্রিয় হয়ে ওঠে। 

ঢাকা/নুর/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আবারও যোগ করা সময়ে গোল খেয়ে হারল লিভারপুল, এবার চেলসির কাছে

চেলসি ২: ১ লিভারপুল

দেজা ভুঁ কাকে বলে টের পেল লিভারপুল। সাত দিন আগে দক্ষিণ লন্ডনে হওয়া অভিজ্ঞতা আবারও হলো দলটির, এবার পশ্চিম লন্ডনে। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতাটাকে অভ্যাস বানিয়ে ফেলা লিভারপুল এখন মুদ্রার উল্টো পিঠ দেখছে।


গত সপ্তাহে সেলহার্স্ট পার্কে সপ্তম মিনিটে গোল খেয়ে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। আর্নে স্লটের দল আজ একই ব্যবধানে হারল স্টামফোর্ড ব্রিজে। এবার যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে চেলসিকে ২-১ গোলে জিতিয়েছেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এস্তেভাও।

ম্যাচের প্রথম গোলটিও দিয়েছিল চেলসি। ১৪ মিনিটে দারুণ এক দূরপাল্লার শটে গোল স্বাগতিকদের এগিয়ে দেন মোইজেস কাইসেদো। ৬৩ মিনিটে দমিনিক সবোসলাইয়ের ক্রস আলেকসান্দার ইসাকের পা ঘুরে কোডি গাকপোর কাছে যায়। ডাচ ফরোয়ার্ড সমতা ফেরাতে ভুল করেননি।

কুকুরেয়ার পাস থেকে গোল করছেন এস্তেভাও

সম্পর্কিত নিবন্ধ