লন্ডনে ইলিয়াস কাঞ্চনের থেরাপি শুরু
Published: 5th, October 2025 GMT
লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তাঁর ছেলে মিরাজুল মইন। সাত মাস ধরে তিনি অসুস্থ, ছয় মাস ধরে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন। শনিবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থা প্রথম আলোকে জানিয়েছেন তাঁর জামাতা আরিফুল ইসলাম।
হোয়াটসঅ্যাপ কলে আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতিমধ্যে অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম।’
ইলিয়াস কাঞ্চন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার
খুলনায় বাবা লিটন খানকে হত্যার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) তাদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ভালোবাসার ফাঁদে ফেলে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘সম্প্রতি লিটন বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেখান থেকে ২০ হাজার টাকা দাবি করেন লিমন। কিন্তু, ছেলে নেশাগ্রস্ত হওয়ায় বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে বৃহস্পতিবার রাতে লিমন ও তার স্ত্রী লিটন খানকে গলায় ফাঁস ও গলা কেটে হত্যা করেন। ঘটনার পররই তারা খুলনা থেকে ঢাকায় পালিয়ে যান। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে হয়ে ছেলে ও পুত্রবধূকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।’’
তিনি আরো বলেন, ‘‘ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।’’
ঢাকা/নূরুজ্জামান/রাজীব