আজকের তরুণেরাই আগামী দিনের নেতৃত্বের মুখ। সেই নেতৃত্বকে আরও দক্ষ ও দায়িত্বশীল করে গড়ে তুলতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সেন্ট গ্যালেন সিম্পোজিয়াম যৌথভাবে আয়োজন করছে ‘গ্লোবাল লিডারশিপ চ্যালেঞ্জ ২০২৫’। আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ তরুণ নেতা অংশ নেবেন। আবেদন গ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে।

আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা২ ঘণ্টা আগেবৈচিত্র্যময় নেতৃত্বের প্ল্যাটফর্ম

এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা বাড়ানো। স্নাতকোত্তর শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অনলাইনে অংশ নিতে পারবেন। নেতৃত্বের বিকাশ ও আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এটি তরুণদের জন্য এক অনন্য সুযোগ।

আরও পড়ুনহাঙ্গেরিতে স্কলারশিপ, পড়াশোনা ইংরেজিতে হলে আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই ০৪ অক্টোবর ২০২৫অংশগ্রহণকারীদের সুযোগ-সুবিধা

সক্রিয়ভাবে অংশগ্রহণকারীরা পাবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সেন্ট গ্যালেন সিম্পোজিয়ামের যৌথ সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট। বিজয়ী দলকে ২০২৬ সালের মে মাসে সুইজারল্যান্ডে আয়োজিত ৫৫তম সেন্ট গ্যালেন সিম্পোজিয়ামে ‘লিডারস অব টুমরো’ হিসেবে আমন্ত্রণ জানানো হবে। ভ্রমণ ও থাকা-খাওয়ার সব খরচ বহন করবেন আয়োজকেরা।

এ ছাড়া থাকবে নেতৃত্ব প্রশিক্ষণ, মেন্টরশিপ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক (এসডিজি) প্রকল্পে কাজ করার সুযোগ। অংশগ্রহণকারীরা চাইলে পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘অক্সফোর্ড ক্যারেক্টার প্রজেক্ট’-এর অধীন বাড়তি প্রশিক্ষণও নিতে পারবেন।

আরও পড়ুনবিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষকের নেই উচ্চতর ডিগ্রি২২ ঘণ্টা আগেকর্মসূচির সময়সূচি ও আলোচ্য বিষয় আবেদন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে আবেদনপত্র পূরণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ করা হবে নভেম্বরের মাঝামাঝি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অক্সফামে নিয়োগ, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার

ঢাকায় অক্সফাম নতুন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদটি শুধু বাংলাদেশি নাগরিকদের জন্য। আবেদনকারীদেরকে ১১ অক্টোবর ২০২৫-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।

পদের দায়িত্ব

এই পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা দেশের ব্যবসায়িক উন্নয়ন, তহবিল সংগ্রহের কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের নেতৃত্ব দেবেন। দায়িত্বের মধ্যে রয়েছে—

দাতা চিহ্নিতকরণ ও সম্পর্ক উন্নয়ন

প্রস্তাবনা তৈরি ও উচ্চমান নিশ্চিত করা

কৌশলগত অংশীদারত্ব গঠন

টিমের নেতৃত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা

নতুন তহবিল উৎস ও বেসরকারি খাতের অংশীদারত্ব সৃষ্টি

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি

প্রোগ্রাম ডিজাইন, তহবিল সংগ্রহ ও চুক্তি ব্যবস্থাপনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা

আন্তর্জাতিক দাতা, যেমন FCDO, EU/ECHO, SIDA, UN এজেন্সি থেকে তহবিল সংগ্রহের সক্ষমতা

টিম নেতৃত্ব ও উচ্চমানের প্রস্তাবনা তৈরি করার দক্ষতা

ইংরেজিতে কথোপকথন ও লিখিত দক্ষতা

বেতন ও সুযোগ

বার্ষিক বেতন: ২,৯১৮,২৫৫ টাকা (১৩ মাসের ভিত্তিতে)

স্বাস্থ্য বিমা (নিজ, জীবনসঙ্গী ও সন্তান), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি, জীবন বিমা, মোবাইল ভাতাসহ অন্যান্য সুবিধা

উচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতার জন্য বেতন আলোচনাযোগ্য

আবেদনের তথ্য

আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে (jobs.oxfam.org.uk)

আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৫

প্রার্থীদের অবশ্যই সিভি ও কভার লেটার জমা দিতে হবে

অক্সফাম তার কর্মীদের বৈচিত্র্যপূর্ণ, সহায়ক ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ দেয়। সংস্থাটি নারীদের, প্রতিবন্ধী ও বৈচিত্র্যপূর্ণ প্রার্থীদের আবেদন উৎসাহিত করছে।

আরও পড়ুনঢাকা ওয়াসায় বড় নিয়োগ, পদ ৮৩টি২৪ সেপ্টেম্বর ২০২৫

একনজরে:

পদ: হেড অব বিজনেস ডেভেলপমেন্ট

অফিস: ঢাকা

নিয়োগ ধরন: নির্দিষ্ট সময়ের জন্য

যোগ্যতা: স্নাতক + ১০ বছরের অভিজ্ঞতা

ভাষা দক্ষতা: ইংরেজি

বার্ষিক বেতন: ২,৯১৮,২৫৫ টাকা

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ০২ অক্টোবর ২০২৫আরও পড়ুনইন্টার্ন থেকে সিইও—টিকটকের শো জি চিউয়ের পথচলা যেভাবে০২ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • দুই প্রশ্নের জবাবে যা জানালেন শহিদুল আলম
  • আজ টিভিতে যা দেখবেন (৫ অক্টোবর ২০২৫)
  • আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫
  • যুক্তরাষ্ট্রের অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চান: সমীক্ষা
  • রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি
  • দুর্নীতি দমন কমিশনে ৮৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত
  • অক্সফামে নিয়োগ, বছরে বেতন ২৯ লাখ ১৮ হাজার
  • সুমুদ ফ্লোটিলা থেকে আটক ৪ অধিকারকর্মীকে ফেরত পাঠাল ইসরায়েল
  • ‘বিএনপি সরকার গঠন করলে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে কাজ করবে’