এডিবি থেকে ৩ কোটি ডলার ঋণ নেবে এনভয় টেক্সটাইলস
Published: 5th, October 2025 GMT
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণ চুক্তি করেছে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড। এই ঋণ চুক্তির আওতায় এডিবি থেকে কোম্পানিটি ৩০ মিলিয়ন (৩ কোটি) ডলার ঋণ নেবে। এটি হবে বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া এডিবির সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।
রবিবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণ চুক্তি অনুমোদিত হয়।
তথ্য মতে, ইয়ার্ন উৎপাদন বৃদ্ধি, কারখানা ছাদে সোলার স্থাপন ও ওয়ার্কিং ক্যাপিটালে বিনিয়োগের জন্য এই চুক্তি করেছে এনভয় টেক্সটাইল। আলোচ্য ঋণের মেয়াদ হবে ৭ বছর। এর গ্রেস পিরিয়ড হবে ১৮ মাস। প্রথম ১৮ মাস পর্যন্ত কোম্পানিটিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের পর থেকে ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করা হবে।
এডিবি থেকে নেওয়া ঋণ মূলত কোম্পানিটির উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদনক্ষমতা ৪ হাজার ৫৫০ টন বৃদ্ধি পাবে। ঋণের একাংশ দিয়ে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানো হবে, যার উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৩ মেগাওয়াট। এছাড়া, এর মাধ্যমে স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একাংশও পরিশোধ করা হবে।
এডিবির আলোচিত ঋণ ব্যবহারে এনভয় টেক্সটাইলসের কারখানার আধুনিকায়ন হবে এবং কোম্পানির মুনাফা বাড়বে বলে কোম্পানি আশা করছে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় শাড়ি-গরু জব্দ
ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরুসহ মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।
আরো পড়ুন:
ফেনীতে বন্যায় ঘরহারা ৯৫ শতাংশ পরিবার এখনো পুনর্বাসন বঞ্চিত
বৃষ্টি নেই, তবুও ফের পানিতে ডুবছে ফেনী
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।”
ঢাকা/সাহাব/মাসুদ