মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় শরিয়াতুউল্লা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চালতিপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিয়াতউল্লাহ পিরোজপুর জেলার হরিনা গাজিপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

সেপ্টেম্বরে সড়কে ঝরে ৪১৭ প্রাণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ইমাদ পরিবহনের একটি বাস হানিফ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের চালকের সহকারী শরিয়াতুউল্লা ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচ যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘‘নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে।’’

ঢাকা/রতন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত পর বহন র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে ‘চোর’ তকমা দিয়ে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

সম্পর্কিত নিবন্ধ