যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি পুতিনের
Published: 5th, October 2025 GMT
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার গভীরে দূরপাল্লার আঘাতের জন্য ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।
আগস্টে আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে দেখা করেন। তবে তাদের সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তেমন আলোচনা হয়নি। ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব এরপর থেকে বেড়েই চলছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, শান্তিচুক্তি না করায় তিনি পুতিনের ওপর হতাশ। ইউক্রেনকে দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে ট্রাম্প ‘কাগুজে বাঘ’ বলেও অভিহিত করেছেন। পুতিন গত সপ্তাহে পাল্টা আক্রমণ করে প্রশ্ন তোলেন, রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হওয়ার জন্য ন্যাটো কি ‘কাগুজে বাঘ’ নয়?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে জানিয়েছিলেন, রাশিয়ার গভীরে আঘাত করতে পারে এমন দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করছে।
রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক পাভেল জারুবিনের প্রকাশিত একটি ভিডিও ক্লিপে পুতিন বলেছেন, “এর ফলে আমাদের সম্পর্ক ধ্বংস হবে, অথবা অন্তত এই সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক প্রবণতাগুলো উঠে এসেছে, তা ধ্বংস হয়ে যাবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র জন য
এছাড়াও পড়ুন:
এমপিওভুক্ত শিক্ষকদের বাসাভাড়া বেড়েছে, পরিপত্র জারি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাসাভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকেরা এখন থেকে দেড় হাজার টাকা বাসাভাড়া পাবেন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভাড়া বৃদ্ধির পরিপত্র প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার পরিপত্রে এ–সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুনসহকারী শিক্ষকের বেতন কম্পিউটার অপারেটরের সমান, কলেজ অধ্যাপকের যুগ্ম সচিবেরও নিচে৪ ঘণ্টা আগেপরিপত্রে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।’ শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা–সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।’ প্রশাসনিক মন্ত্রণালয় থেকে আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের জন্য পাঠাতে হবে।
আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা৯ ঘণ্টা আগে