ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাস্টার্স, সিজিপিএ ২.৫০ লাগবে
Published: 5th, October 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজে (আইডিএমভিএস) ২০২৫-২৬ সেশনে (জানুয়ারি-জুন) ১৮তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (পিএমডিএম) প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
১. অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন।
২.
ভর্তি পরীক্ষা
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে লিংক।
ভর্তির বিস্তারিত তথ্য
১. আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫।
২. ভর্তি ফরমের মূল্য: ১ হাজার ৫০০ টাকা।
৩. ভর্তি পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার, সকাল ১০টা।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
আরও পড়ুনহাঙ্গেরিতে স্কলারশিপ, পড়াশোনা ইংরেজিতে হলে আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই ০৪ অক্টোবর ২০২৫আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা৭ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
# গুণিতক কী:
গুণিতক হলো কোনো সংখ্যাকে ১ থেকে শুরু করে যেকোনো ‘পূর্ণ সংখ্যা’ দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায়।
উদাহরণ: ৩–এর গুণিতকগুলো হলো ৩, ৬, ৯, ১২ ইত্যাদি।
# গুণনীয়ক কী:
গুণনীয়ক হলো সেই সব সংখ্যা, যা দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করলে কোনো ‘ভাগশেষ’ থাকে না, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়।
উদাহরণ:
১০-এর গুণনীয়ক: ১, ২, ৫ ও ১০
১২-এর গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬ ও ১২
১৩-এর গুণনীয়ক: ১ ও ১৩
আরও পড়ুনমৌলিক সংখ্যা কাকে বলে, দেখুন উদাহরণসহ১৯ অক্টোবর ২০২৫# গুণিতক কাকে বলে?
কোনো সংখ্যাকে ১, ২, ৩, ৪... ইত্যাদি যেকোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যেসব সংখ্যা পাওয়া যায়, সেগুলোই ওই সংখ্যার গুণিতক।
উদাহরণ: ৩-এর গুণিতক ৩, ৬, ৯, ১২, ১৫...ইত্যাদি।
সহজভাবে বলতে গেলে বলা যায়, গুণিতক হলো একটি ‘সংখ্যার নামতা’।
# গুণনীয়ক কাকে বলে?
কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সব সংখ্যাকে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক বলা হয়।
গুণনীয়কের অপর নাম উৎপাদক।
উদাহরণ: ১২–এর গুণনীয়কগুলো হলো ১, ২, ৩, ৪, ৬ ও ১২। কারণ, এসব সংখ্যা দিয়ে ১২-কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
লেখক: রতন কান্তি মণ্ডল, সিনিয়র শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা
আরও পড়ুনসংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল অন্তর্বর্তী সরকার০৪ নভেম্বর ২০২৫