Risingbd:
2025-11-20@17:30:30 GMT

৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ

Published: 5th, October 2025 GMT

৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ

আটান্ন বছর বয়সে বাবা হলেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। রবিবার (৫ অক্টোবর) কন্যাসন্তানের জন্ম দেন আরবাজের স্ত্রী শুরা খান। মা ও কন্যা সুস্থ আছেন বলে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। 

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “বৃহস্পতিবার (৪ অক্টোবর) মুম্বাইয়ের পি. ডি. হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় শুরা খানকে। রবিবার (৫ অক্টোবর) এ দম্পতির কোলজুড়ে এসেছে একটি কন্যাসন্তান। সালমান খানও পরিবারের সঙ্গে এই খুশির মুহূর্ত উদযাপন করতে পানভেল ফার্মহাউজ থেকে ফিরে আসছেন।” 

আরো পড়ুন:

আমি হৃদয় ভাঙার ভয় নিয়ে বাঁচতে চাই না: বিবেক

মাইনাস ১০ ডিগ্রিতে শুটিং, আহত সালমান

২০২৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। ৪২ বছর বয়সি হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। 

আরবাজ খান ও শুরা খানের বয়সের ব্যবধান ১৫ বছর। তা ছাড়া তাদের শারীরিক উচ্চতার ব্যবধানও বেশ। বিয়ের পরই বয়স ও উচ্চতার ব্যবধান নিয়ে কটাক্ষের শিকার হন এই দম্পতি। কিন্তু এসব বিষয়কে পাত্তা না দিয়ে দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন তারা। 

গত বছর গুঞ্জন চাউর হয়, বাবা-মা হতে যাচ্ছেন আরবাজ-শুরা। পুরোনো সেই গুঞ্জন চল‌তি বছ‌রে ক‌য়েকবার জোরালোভা‌বে চাউর হয়। ত‌বে নীরব ছি‌লেন এই দম্প‌তি। সর্ব‌শে‌ষ গত জুনের মাঝামাঝি সময়ে আরবাজ জানা‌ন, বাবা হতে যা‌চ্ছেন তি‌নি। 

টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান ব‌লেছিলেন, “হ্যাঁ, আমি বাবা হ‌তে যাচ্ছি। আমার পরিবারের প্রত্যেকে খুশি। সবাইকে সুখবর দেব। আমাদের জীবনে এটা অত্যন্ত খুশির একটা মুহূর্ত। আমরা একসঙ্গে এই বিশেষ মুহূর্তটা উদযাপন করছি। নতুন সদস্যকে আমাদের জীবনে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।” 

সন্তা‌নকে ভালোভাবে মানুষ করার অভিব্যক্তি প্রকাশ করে আরবাজ খান ব‌লেছিলেন, “আমাদের সন্তানকে সবসময় যত্নে রাখব। ভালোবাসা, আদর সবটুকু দিতে চাই। সন্তানকে ভালোভাবে মানুষ করতে যা প্রয়োজন সবটুকু দেয়ার চেষ্টা করব।’’ 

‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি। 

১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। আরবাজের মতো শুরারও এটি দ্বিতীয় বিয়ে। তবে আরবাজ-শুরা দম্পতির এটি প্রথম সন্তান। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র আরব জ খ ন ন আরব জ সন ত ন র বয়স

এছাড়াও পড়ুন:

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ সব শাখা কার্যালয় থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর কার্যালয় থেকে এই পাঁচ সেবা দেওয়া বন্ধ। সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড ছাড়া বন্ধ হওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়াফাটা নোট বদল, সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালানসংক্রান্ত ভাংতি টাকা প্রদান। এখন থেকে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে।

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে এসব সেবা বন্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক–সংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সাধারণ মানুষকে এসব সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শুরুতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এ সেবা বন্ধের সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ১ ডিসেম্বর থেকে এই সেবা বন্ধের কথা বলা হয়। এরপর ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা কার্যালয় থেকে এ ধরনের সব সেবা বন্ধের পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে একাধিক সভার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দিয়েছেন। এখন তার আগে চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় থেকে এসব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজই এসব সেবা দেওয়ার শেষ দিন ছিল।

সম্পর্কিত নিবন্ধ