ব্যবহারকারীদের পাঠানো ই-মেইলের নিরাপত্তা আরও বাড়াতে জিমেইলে নতুন এনক্রিপশন প্রযুক্তি চালু করেছে গুগল। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে জিমেইল ব্যবহারকারীরা সহজেই এনক্রিপশন (বিশেষ কোড যুক্ত) করা ই-মেইল পাঠাতে পারবেন। তবে প্রাথমিকভাবে নতুন এ সুবিধা শুধু জিমেইল বিজনেস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, জিমেইল বিজনেস ব্যবহারকারীরা ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা কাজে লাগিয়ে যেকোনো ই-মেইল সেবা ব্যবহারকারীকেও এনক্রিপশন করা ই–মেইল পাঠাতে পারবেন। নতুন এই সুবিধা চালু করার জন্য ব্যবহারকারীদের ই-মেইল লেখার সময় শুধু ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশন নির্বাচন করতে হবে। বাকিটা স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করবে জিমেইল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার জানিয়েছ, নতুন এনক্রিপশন ব্যবস্থায় ই-মেইল পাঠানোর আগে বার্তাটি ব্যবহারকারীর যন্ত্রেই এনক্রিপ্ট হয়ে যায়। ফলে গুগলসহ অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বার্তার বিষয়বস্তু দেখতে পারবেন না। নির্দিষ্ট প্রাপকই তা পড়তে পারেন। এতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা যাবে।

আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫

গুগলের তথ্যমতে, যদি প্রাপক জিমেইল ব্যবহার না করেন, তাহলে তাঁর কাছে একটি লিংক পাঠানো হবে। সেই লিংকে প্রবেশ করে সহজেই বার্তা পড়া যাবে। গুগল জানিয়েছে, গুরুত্বপূর্ণ বা গোপন করপোরেট তথ্য পাঠানোর আগে ব্যবহারকারীদের নিশ্চিত হতে হবে যে এনক্রিপশন অপশনটি সক্রিয় রয়েছে। এতে বার্তার নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

আরও পড়ুনজিমেইল অ্যাকাউন্টের জায়গা খালি করবেন যেভাবে৩০ আগস্ট ২০২৪

প্রসঙ্গত, বর্তমানে জিমেইল সিকিউর মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশনস প্রটোকলের মাধ্যমে এনক্রিপশন সুবিধা দিয়ে থাকে। তবে এই পদ্ধতিতে এক্সটারনাল ই-মেইল পাঠাতে হলে প্রাপককে এই প্রটোকল কনফিগার করতে হয়, যা অপেক্ষাকৃত জটিল। নতুন এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে এ জটিলতা অনেকটাই কমে যাবে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র প রব ন

এছাড়াও পড়ুন:

পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।

তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।

সম্পর্কিত নিবন্ধ