৮ মাস আগে মা মারা যান ক্যানসারে, আজ ছেলের মৃত্যু ডেঙ্গুজ্বরে
Published: 5th, October 2025 GMT
নেছার পাটোয়ারীর মা মাহফুজা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান প্রায় আট মাস আগে। সেই শোক কাটতে না কাটতেই আজ রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে ডেঙ্গুজ্বরে মারা গেলেন নেছার পাটোয়ারীও (৩২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনেরা। অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক।
নেছার পাটোয়ারীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায়। ইউসুফ পাটোয়ারী ও মাহফুজা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন মেজ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই একমাত্র ছেলে। তিনি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় ব্যবসা করতেন এবং সেখানেই থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর আট মাস আগে মারা যান নেছারের মা। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই আজ সকালে আবার নেমে এল মৃত্যু-বিষাদ। সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নেছার পাটোয়ারী।
নেছার পাটোয়ারীর চাচা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিপন মীর বলেন, গত সপ্তাহে নেছার পাটোয়ারী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে পাঁচটায় তিনি না-ফেরার দেশে চলে যান।
নেছারের বোন বিউটি আক্তার ও নারগিস আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের দুই বোনের একটাই ভাই। মাকে হারিয়ে ভাইকে নিয়েই সান্ত্বনা পেতাম। ভাইয়ের দিকে তাকালেই মা হারানোর শোক ভুলে যেতাম। আজ সেই ভাইও আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। আমরা বড়ই নিঃস্ব হয়ে গেলাম। ভাই হারানোর এই কষ্ট ভুলব ক্যামনে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ২ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে থাকা সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (৯ নভেম্বর) দুদক সূত্র জানায়, নোটিশ পাঠানোর ২১ কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। না হলে আইন অনুযায়ী তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পৃথক নোটিশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে কমিশন বিশ্বাস করেছে যে তারা জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ ও সম্পত্তির মালিক হয়েছেন।
দুদক আইন, ২০০৪-এর ধারা ২৬(১) অনুযায়ী তাদের, তাদের স্ত্রীর এবং নির্ভরশীল ব্যক্তির নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।
দুদক সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করা বা মিথ্যা তথ্য দেওয়া হলে ধারা ২৬(২) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের তিন আইনজীবী দুদকে ডা. মাহমুদুল হাসান ও তুহিন ফারাবি বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ এনে অনুসন্ধানের আবেদন করেন। এরপর এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আর গত ২১ মে সাবেক এই দুই কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ২৭ মে তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের নামে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেন আদালত। তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা