সচিবালয়কে দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু হলো: পরিবেশ উপদেষ্টা
Published: 5th, October 2025 GMT
সরকারি অফিসগুলোকে একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরিয়ে আনতে সচিবালয়কে দিয়েই যাত্রা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানির বোতলসহ একবার ব্যবহার্য অন্যান্য প্লাস্টিকের ব্যবহার ডিসেম্বরের মধ্যে বন্ধ করা হবে। দেশে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইনত নিষিদ্ধ না হলেও সরকার এটিকে নিরুৎসাহিত করছে। ইতিমধ্যেই বিভিন্ন দূতাবাস ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত ঘোষণা করেছে।
এর আগে সকালে সচিবালয়ের ২ ও ৫ নম্বর প্রবেশপথে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করেন। এ সময় কর্মকর্তাদের কাছ থেকে প্লাস্টিক ব্যাগ ও ফাইল সংগ্রহ করে তাঁদের কাপড়ের বিকল্প ব্যাগ সরবরাহ করা হয়।
সচিব সচিবালয়ের ভেতরে সচেতনতামূলক পোস্টার, বোর্ড ও স্ট্যান্ডি পরিদর্শনের পাশাপাশি পর্যটন করপোরেশনের ক্যাফেটেরিয়া ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যানটিনও ঘুরে দেখেন। এ ছাড়া সচিবালয়ের সব প্রবেশপথে পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক বহন রোধে তল্লাশি চালাচ্ছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: একব র ব যবহ র য প ল স ট ক উপদ ষ ট পর ব শ
এছাড়াও পড়ুন:
রায়ো ভায়েকানোর মাঠে থমকে গেল রিয়াল
চ্যাম্পিয়নস লিগে মাঝসপ্তাহে লিভারপুলের বিপক্ষে হারের পর নতুন করে জয়ের ছন্দে ফেরার আশায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শহরের প্রতিবেশী ক্লাব রায়ো ভায়েকানোর মাঠে গিয়ে তাদের ভাগ্যে জুটল কেবলই হতাশা। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছে তারা।
বাংলাদেশ সময় রবিবার (০৯ নভেম্বর) রাতে মাদ্রিদের ভায়েকাস স্টেডিয়ামে ম্যাচটা যেন শুরু থেকেই গুমোট। সুযোগ ছিল দুই দলেরই, কিন্তু কেউই শেষ পর্যন্ত গোল খুঁজে পায়নি। পুরো ম্যাচে উজ্জ্বল ছিলেন রায়ো গোলরক্ষক অগুস্তো ব্যাটালা। যিনি ভিনিসিউস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে একাধিকবার ঠেকিয়ে দেন।
ম্যাচের শুরুটা কিছুটা বিশৃঙ্খলই ছিল। ২১ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় রায়ো। ডিফেন্ডার আন্দ্রে রাটিউ দারুণ দৌড়ে উঠে এসে শট নেন। কিন্তু সরাসরি থিবো কোর্তোয়ার গ্লাভসে। এক মিনিট পরই পাল্টা জবাব দেয় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের টার্ন থেকে নেওয়া শট চমৎকার রিফ্লেক্সে ঠেকান ব্যাটালা। ফিরতি বলে রাউল আসেনসিওর হেড সামান্য বাইরে চলে যায়। ২৭ মিনিটে ইনজুরিতে পড়ে রায়োকে বদলি আনতে হয়। পেদ্রো দিয়াসের জায়গায় নামেন পাচা এসপিনো।
হাফটাইমের ঠিক আগে ভিনিসিউস আবার আলো ছড়ানোর চেষ্টা করেন। বক্সে কেটে ঢুকে ডান পায়ে বাঁকানো শট নেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।
বিরতির পর দুই দলই আরও আক্রমণাত্মক হয়ে নামে। রায়োর হোর্হে দে ফ্রুতোস কাছাকাছি থেকে শট নেন, বল লাগে জালের বাইরের পাশে। অপর প্রান্তে তরুণ আরদা গুলার নেন দূরপাল্লার শট, যায় পোস্টের বাইরে। এরপর বেলিংহ্যাম নিজের ক্লাসিক ছোঁয়ায় হুমকি দেন। ডায়াগোনাল পাস ধরে কোণাকুণি শটে লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটালা আবারও দেয়াল হয়ে দাঁড়ান।
ঘণ্টা পেরোতেই এমবাপ্পে তৈরি করেন দারুণ মুহূর্ত। ডান প্রান্ত থেকে বাঁ পায়ে কাটা শট নেন। কিন্তু তা অল্পের জন্য বাইরে দিয়ে যায়। শেষ ২০ মিনিটে রিয়াল চাপ বাড়িয়ে দেয়। ফেডে ভালভার্দের নিচু শট ফিরিয়ে দেন ব্যাটালা। যার পর থেকেই যেন রিয়াল বুঝে যায় আজ গোল পাওয়া কঠিনই হবে।
রায়ো, যারা আগের আট ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছিল, এদিন তারা নিজেদের রক্ষণ এতটাই গোছানো রেখেছিল যে রিয়াল কোনোভাবেই ভাঙতে পারেনি তাদের দেয়াল। শেষ মুহূর্তে দানি সেবাইয়োস একবার জোরালো শট নেন, যায় বাইরে। ইনজুরি টাইমে গুলার ডি-বক্সে ঢুকে দুর্দান্ত ড্রিবল করলেও শেষ মুহূর্তে রক্ষণের চাপ সামলে ফেলেন রায়োর খেলোয়াড়রা।
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে ১-০ হারের পর এই ড্র নিঃসন্দেহে রিয়ালের জন্য হতাশাজনক। তবে ১২ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে তারা এখনো শীর্ষে।
ম্যাচ শেষে রিয়াল কোচ জানালেন, “আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু শেষ মুহূর্তের ছোঁয়াটা পাইনি। ব্যাটালা দারুণ খেলেছে। আজ গোল পাওয়া সত্যিই কঠিন ছিল।”
ঢাকা/আমিনুল