কে এই শীর্ষ ধনী

তিনি রাশিয়ায় জন্ম নেওয়া প্রযুক্তি উদ্যোক্তা। ৪০ বছর বয়সী এই ধনীর নাম পাভেল দুরভ, যিনি রহস্যময় জীবনযাপন, বিতর্কের জন্য পরিচিত।

পাভেল দুরভের মোট সম্পদের পরিমাণ ১৭ দশমিক ১ বিলিয়ন ডলার, টাকায় যা ২ লাখ কোটির বেশি। মূলত ক্লাউডভিত্তিক ক্রস–প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ১৩৭তম।

সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে

পাভেল দুরভের জন্ম ১৯৮৪ সালের ১০ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। তাঁর বাবা ভ্যালোরি দুরভ। পাভেলের ভাষাতত্ত্ববিদ বাবা ছিলেন পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। রাশিয়ার প্রাচীন ভাষা ও সাহিত্য বিষয়ে পণ্ডিত। পাভেলের মায়ের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে তিনি দর্শন বিষয়ে শিক্ষকতা করতেন।

পুরোদস্তুর শিক্ষক–পরিবারে বড় হয়েছেন পাভেল। তিনি নিজেও পিটার্সবার্গ স্টেট বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক করেছেন। আর ভাষাতত্ত্ব নিয়ে স্নাতকোত্তর। তাঁর বড় ভাই নিকোলাই দুরভ ছিলেন প্রতিভাবান গণিতবিদ ও প্রোগামার। তাঁর কাছে পাভেল ছোটবেলায়ই শিখে নিয়েছিলেন প্রোগ্রামিং। আর টেলিগ্রামের এনক্রিপশন সিস্টেম তৈরিতে তা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরও পড়ুনইলন মাস্কের পছন্দের খাবারের তালিকা কি স্বাস্থ্যকর?০৪ মার্চ ২০২৫

ইংরেজিতে একটা প্রবাদ আছে—‘মর্নিং শোজ দ্য ডে’। পাভেল দুরভ তা আবারও সত্য প্রমাণ করেছেন। ছোটবেলা থেকেই বিজ্ঞানে আগ্রহী হয়ে ওঠেন পাভেল। রুশ স্কুলগুলোর একটা নিয়ম হলো, স্কুলজীবন শেষ করার অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেন।

সেদিন তাঁরা বড় হয়ে কী হতে চান, সে বিষয়ে জানান শিক্ষকদের। সেটির রেকর্ড রাখা হয়। বড় হয়ে তাঁরা সত্যিই সেই পেশায় গেছেন কি না, তা পরে মিলিয়ে দেখার জন্যই এই নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। পাভেল সেই ছোট্টবেলায় বলেছিলেন, তিনি অনলাইন দুনিয়ায় সাড়া জাগানো উদ্যোক্তা হবেন।

২০০৬ সালে মাত্র ২২ বছর বয়সে পাভেল তৈরি করেন ভিকে ডটকম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আপনার এই সাধারণ অভ্যাস ফোনের আয়ু কমিয়ে দিচ্ছে নীরবে

ছবি: পেক্সেলস

সম্পর্কিত নিবন্ধ