অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর ‘বানোয়াট ও ভিত্তিহীন’: হামাস
Published: 6th, October 2025 GMT
আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে- এমন খবরকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।
রবিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
আরো পড়ুন:
ইসরায়েলি সেনাদের গাজা শহর দখলের অভিযান বন্ধের নির্দেশ
ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের সাড়া নিয়ে কী বললেন বিশ্বনেতারা
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে।
হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।”
তিনি ওই প্রতিবেদনগুলোকে ‘ভিত্তিহীন এবং হামাসের অবস্থান বিকৃত করা ও জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে’ ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন।
মারদাউই সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য আজ সোমবার মিশরে আলোচনা হওয়ারও কথা রয়েছে। তবে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস তাদের অবস্থান স্পষ্ট করেনি।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল প রক শ
এছাড়াও পড়ুন:
নাটোরে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর পূর্বপাড়া এলাকার মৃত অফেজ উদ্দিনের ছেলে আনসার আলী (৬০), লালপুর উপজেলার ধলা এলাকার ইদু প্রামাণিকের ছেলে মুনছের প্রামাণিক (৩২) ও একই এলাকার নওফেল হোসেনের ছেলে নয়ন (২৬)।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আলম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু
তিনি বলেন, ‘‘নাটোর থেকে কুষ্টিয়াগামী কল্পনা এক্সপ্রেস পরিবহনের একটি বাস বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’
আরো পড়ুন: নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ঢাকা/আরিফুল/রাজীব