রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইএলটি কোর্সে মাস্টার্স, সিজিপিএ ৩ লাগবে
Published: 6th, October 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমএ ইন ইএলটি কোর্সে প্রক্রিয়া শুরু হয়েছে। এটি এক বা দুই বছর মেয়াদি কোর্স। ভর্তির আবেদন ফরম বিতরণ চলছে, জমার শেষ তারিখ ৩১ জুলাই।
ভর্তির ন্যূনতম যোগ্যতা
ক. এক বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রাম:
১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; ন্যূনতম সিজিপিএ ৩.
২. আসনসংখ্যা ৪৫টি।
৩. আবেদনকারীরা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের তিন বছরের মধ্যে এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
খই দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রাম:
১. ইংরেজি ব্যতীত অন্য যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি; ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
২. আসনসংখ্যা ৪৫টি।
৩. আবেদনকারীরা স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের তিন বছরের মধ্যে এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা
আবেদনপত্র সরাসরি অফিসে এসে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় লিংক থেকে ভর্তির আবেদন ফরম ডাউনলোড করে ভর্তির আবেদন ফি পাঁচশত টাকা নিচের হিসাবে জমা দাতে হবে। হিসাবের নাম: পরিচালক, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাংগুয়েজেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব নম্বর: ০২০০০০৫৮০৫৯৩৩ রাউটিং নম্বর: ০১০৮১২১১২ ব্যাংকের নাম: অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় করপোরেট শাখা ভর্তির আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরমসহ ফি জমা দেওয়ার রসিদ/স্ক্রিনশট/ইমেজ কপি/পিডিএফ কপি পাঠাতে হবে।
আবেদন করতে লাগবে
অনলাইনে আবেদনকারীদেরকে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কাগজপত্র ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ইনস্টিটিউটের অফিসে অবশ্যই জমা দিতে হবে।
আরও পড়ুনহাঙ্গেরিতে স্কলারশিপ, পড়াশোনা ইংরেজিতে হলে আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই ০৪ অক্টোবর ২০২৫ভর্তির জন্য লিখিত পরীক্ষা
এক বা দুই বছর মেয়াদি এমএ ইন ইএলটি নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবে। প্রোগ্রামের ভর্তি ফিসহ অন্যান্য তথ্য ইনস্টিটিউট অফিসে যোগাযোগ করে জানা যাবে। অফিসের ঠিকানা : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, কক্ষ নম্বর ২৩৩, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
১. আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৫,
২. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ৭ নভেম্বর ২০২৫, বেলা ১১টা থেকে দুপুর ১২টা।
৩. ভর্তি পরীক্ষার স্থান: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৪. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১ থেকে ৫ নভেম্বর ২০২৫।
৫. ভর্তির তারিখ: জরিমানা ছাড়া ১১ থেকে ১৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত, ৫০০ টাকা জরিমানা দিয়ে ১৯ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
৬. ওরিয়েন্টশন ও ক্লাস শুরু : ২৭ নভেম্বর ২০২৫ থেকে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, ঘরে বসেই শিখুন নতুন দক্ষতা০৫ অক্টোবর ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, দেখুন
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ৫টি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কেন্দ্রের সচিবদের এর আগে নানা জরুরি নির্দেশনা প্রদান করেছে। এ পরীক্ষার নীতিমালা, প্রশ্নের কাঠামো, বিষয়সহ বিভিন্ন নির্দেশনা আগেই প্রকাশ করা হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত, ৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার সময় হবে ৩ ঘণ্টা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়।
কত নম্বরে পরীক্ষা হবে—বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে।
এ পরীক্ষার ফলের ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ও সাধারণ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
আরও পড়ুনজুনিয়র বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ পরামর্শ৩০ সেপ্টেম্বর ২০২৫বৃত্তি পরীক্ষার সংশোধিত সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন নিতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট মোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না।
আরও পড়ুনঅষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা পেছাল৩০ অক্টোবর ২০২৫
*কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন এখানে